উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল ডুবে গেছে পানিতে। দুই উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১৫ হাজার মানুষ।
আজ শুক্রবার সকালে জেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
যমুনায় পানি বেড়ে যাওয়ায় ইসলামপুরের কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী ও দেওয়ানগঞ্জের চিকাজানি, চুকাইবাড়ি ইউনিয়নের ১৫ হাজার মানুষ এখন পানিবন্দি। এসব এলাকার ঘরবাড়ি এখন পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে ফসলি জমিও।
ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম এহছানুল মামুন বলেন, ‘বন্যা মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাকবলিত এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’