ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প-পুত্র ও জামাতার বৈঠকের খবর ফাঁস

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেষ্ঠ্যপুত্র  ট্রাম্প জুনিয়র এবং জামাতা জ্যারেড কুশনার এক রুশ আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পাওয়ার পরই তাদের মধ্যে এ সাক্ষাত ঘটেছে। শনিবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সরকারি তথ্য এবং নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ২০১৬ সালের ৯ জুন তারা প্রথম বৈঠক করেন। এক বিবৃতিতে ট্রাম্প জুনিয়র এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাত ছিলো’। বৈঠকটির মূল বিষয় ছিলো রুশ শিশুদের মার্কিন নাগরিক কর্তৃক দত্তক নেওয়া। ট্রাম্প জুনিয়র আরো বলেন, ট্রাম্প-জামাতা জ্যারেড কুশনার এবং নির্বাচনী ক্যাম্পেইনের ম্যানেজার পল মানাফোর্টকে বৈঠকে অংশগ্রহণের কথা তিনিই বলেছেন। কুশনারের একজন আইনজীবী ট্রাম্প-জামাতার বৈঠকে অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন। ফেডারেল কোর্টের বিশেষ উপদেষ্টা এবং কংগ্রেসের বেশ কয়েকটি কমিটি ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন এবং রুশ প্রতিনিধিদের মধ্যে সংযোগ তদন্ত করছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর কোনো হস্তক্ষেপ আদৌ ছিল কিনা খতিয়ে দেখছে তারা। এদিকে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া জি-২০ সম্মেলনে ট্রাম্প ও পুতিন বৈঠকে মার্কিন নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি উড়িয়ে দেওয়ার একদিন পরই এমন প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প জুনিয়র বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে বৈঠকটি করার মূল উদ্দেশ্য ছিলো রুশ শিশুদের মার্কিন নাগরিক কর্তৃক দত্তক নেওয়া বিষয়টি। জনপ্রিয় এই প্রোগ্রামটি রাশিয়া সরকার কর্তৃক বন্ধ করে দেয়া হয়েছিলো। তিনি বলেন, “সেখানে নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমার একজন পরিচিত ব্যক্তি বৈঠকটিতে অংশগ্রহণ করার জন্য বলেছিলো। আমি বৈঠকে বসার আগ পর্যন্ত জানতাম না সেখানে কার সাথে আমার সাক্ষাত ঘটতে যাচ্ছে।” এদিকে কুশনারের আইনজীবী জেমি গোরলিক এক বিবৃতিতে জানান, “কুশনার অল্প সময়ের জন্য বৈঠকে ছিলেন। ওই সময় তিনি তিনি ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে শতাধিক বৈঠকে অংশ নিয়েছিলেন। আর এই বিষয়ে সহযোগিতার এবং তথ্য বিনিময়ের করার কথা তিনি সবসময়ই বলেছেন।” নির্বাচনী ক্যাম্পেইনের ম্যানেজার পল মানাফোর্ট এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। উল্লেখ্য, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া রুশ আইনজীবীর নাম নাতালিয়া ভ্যাসেলনিতকায়া। তিনি মার্কিন নীতির বিরোধীতাকারী হিসেবে সুপরিচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প-পুত্র ও জামাতার বৈঠকের খবর ফাঁস

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেষ্ঠ্যপুত্র  ট্রাম্প জুনিয়র এবং জামাতা জ্যারেড কুশনার এক রুশ আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পাওয়ার পরই তাদের মধ্যে এ সাক্ষাত ঘটেছে। শনিবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সরকারি তথ্য এবং নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ২০১৬ সালের ৯ জুন তারা প্রথম বৈঠক করেন। এক বিবৃতিতে ট্রাম্প জুনিয়র এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাত ছিলো’। বৈঠকটির মূল বিষয় ছিলো রুশ শিশুদের মার্কিন নাগরিক কর্তৃক দত্তক নেওয়া। ট্রাম্প জুনিয়র আরো বলেন, ট্রাম্প-জামাতা জ্যারেড কুশনার এবং নির্বাচনী ক্যাম্পেইনের ম্যানেজার পল মানাফোর্টকে বৈঠকে অংশগ্রহণের কথা তিনিই বলেছেন। কুশনারের একজন আইনজীবী ট্রাম্প-জামাতার বৈঠকে অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন। ফেডারেল কোর্টের বিশেষ উপদেষ্টা এবং কংগ্রেসের বেশ কয়েকটি কমিটি ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন এবং রুশ প্রতিনিধিদের মধ্যে সংযোগ তদন্ত করছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর কোনো হস্তক্ষেপ আদৌ ছিল কিনা খতিয়ে দেখছে তারা। এদিকে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া জি-২০ সম্মেলনে ট্রাম্প ও পুতিন বৈঠকে মার্কিন নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি উড়িয়ে দেওয়ার একদিন পরই এমন প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প জুনিয়র বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে বৈঠকটি করার মূল উদ্দেশ্য ছিলো রুশ শিশুদের মার্কিন নাগরিক কর্তৃক দত্তক নেওয়া বিষয়টি। জনপ্রিয় এই প্রোগ্রামটি রাশিয়া সরকার কর্তৃক বন্ধ করে দেয়া হয়েছিলো। তিনি বলেন, “সেখানে নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমার একজন পরিচিত ব্যক্তি বৈঠকটিতে অংশগ্রহণ করার জন্য বলেছিলো। আমি বৈঠকে বসার আগ পর্যন্ত জানতাম না সেখানে কার সাথে আমার সাক্ষাত ঘটতে যাচ্ছে।” এদিকে কুশনারের আইনজীবী জেমি গোরলিক এক বিবৃতিতে জানান, “কুশনার অল্প সময়ের জন্য বৈঠকে ছিলেন। ওই সময় তিনি তিনি ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে শতাধিক বৈঠকে অংশ নিয়েছিলেন। আর এই বিষয়ে সহযোগিতার এবং তথ্য বিনিময়ের করার কথা তিনি সবসময়ই বলেছেন।” নির্বাচনী ক্যাম্পেইনের ম্যানেজার পল মানাফোর্ট এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। উল্লেখ্য, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া রুশ আইনজীবীর নাম নাতালিয়া ভ্যাসেলনিতকায়া। তিনি মার্কিন নীতির বিরোধীতাকারী হিসেবে সুপরিচিত।