ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাধা দেয়ার পর প্রত্যাহার, কিছুক্ষণের মধ্যেই লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন ইলিয়াস পত্নী লুনা

বাঙালী কণ্ঠ নিউজঃ  হাইকোর্টের রায় উপেক্ষা করে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে ফের বাধা দেয়ার পর তা প্রত্যাহার করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইলিয়াস আলীর স্ত্রী বোর্ডিং পাস পেয়েছেন।

বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানে তার লন্ডন যাওয়ার কথা থাকলেও বাধা দেয় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

এর আগে, রবিবার সকালে লন্ডন যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ লুনাকে বাধা দেয়। এরপর সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন ইলিয়াস আলীর স্ত্রী।

রিটের শুনানিতে আদালত লুনাকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন। একই সঙ্গে কেন তাকে বাধা দেয়া হয়েছে তা জানতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাধা দেয়ার পর প্রত্যাহার, কিছুক্ষণের মধ্যেই লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন ইলিয়াস পত্নী লুনা

আপডেট টাইম : ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  হাইকোর্টের রায় উপেক্ষা করে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে ফের বাধা দেয়ার পর তা প্রত্যাহার করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইলিয়াস আলীর স্ত্রী বোর্ডিং পাস পেয়েছেন।

বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানে তার লন্ডন যাওয়ার কথা থাকলেও বাধা দেয় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

এর আগে, রবিবার সকালে লন্ডন যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ লুনাকে বাধা দেয়। এরপর সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন ইলিয়াস আলীর স্ত্রী।

রিটের শুনানিতে আদালত লুনাকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন। একই সঙ্গে কেন তাকে বাধা দেয়া হয়েছে তা জানতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন আদালত।