ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্দিকবাজার-সায়েন্সল্যাবের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: আইজিপি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আইজিপি বলেন, সিদ্দিক বাজারের ঘটনায় নাশকতার কোনো আলামত পাইনি। সায়েন্সল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা আইনগতভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায় পাহাড়ে। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালাচ্ছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির ডিআইজি আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা জেলার এসপি মো. আসাদুজ্জামান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সিদ্দিকবাজার-সায়েন্সল্যাবের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: আইজিপি

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আইজিপি বলেন, সিদ্দিক বাজারের ঘটনায় নাশকতার কোনো আলামত পাইনি। সায়েন্সল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা আইনগতভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায় পাহাড়ে। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালাচ্ছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির ডিআইজি আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা জেলার এসপি মো. আসাদুজ্জামান প্রমুখ।