ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীর ভাতিজিকে বিয়ে করলেন ব্রাজিল তারকা

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন হাল্ক। তবে সাবেক স্ত্রীর ভাতিজিকে বিয়ে করে সমালোচনার শিকার হয়েছেন এক সময়ের ব্রাজিল ফুটবলের এই তারকা ফরোয়ার্ড।

৩৮ বছর বয়সী হাল্ক ক্যামিলা অ্যাঞ্জেলো সুজা নামের এক চিকিৎসককে বিয়ে করেছেন। এটি হাল্কের দ্বিতীয় বিয়ে। নববিবাহিত ক্যামিলা হাল্কের সাবেক স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর ভাতিজি। ইরানের বোন এবং ক্যামিলার ফুফু রেইসা অ্যাঞ্জেলা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশে আপত্তি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘এই প্রতারণা মেনে নেওয়া কঠিন। যদি আমার মা বেঁচে থাকতেন, তিনি এই অস্বাভাবিক কর্মকাণ্ড সহ্য করতে পারতেন না।’

এদিকে নিজের বোনজামাইয়ের সঙ্গে ভাতিজির বিয়ে দেখা ‘ভয়ঙ্কর দৃশ্য’ বলেও মন্তব্য করেছেন হাল্কের সাবেক স্ত্রীর বোন। এর আগে প্রথম স্ত্রী ইরানের সঙ্গে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্পর্ক ছিল ১২ বছরের। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। পরবর্তীতে ২০১৯ সালে বিচ্ছেদ হয় হাল্ক-ইরান দম্পতির।

এর ৪ বছর পর নতুন করে ব্রাজিল ফরোয়ার্ড বিয়ে করেছেন, যেখানে ভাতিজি ক্যামিলাকেই প্রতারক বলে উল্লেখ করেছেন তার ফুফু রেইসা।

হাল্ক-ক্যামিলা দম্পতির বিয়ে পরবর্তী বড় অভ্যর্থনা রয়েছে আজ। ব্রাজিলের জোয়াও পেসোয়া নামক বড় রিসোর্টে হবে এই অনুষ্ঠান, যেখানে উভয়পক্ষের আত্মীয় ও বন্ধু-বান্ধব আমন্ত্রিত। অনুষ্ঠানে খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জাসহ পুরো আয়োজনে ৫০০ পেশাদার কর্মী নিয়োজিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাবেক স্ত্রীর ভাতিজিকে বিয়ে করলেন ব্রাজিল তারকা

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন হাল্ক। তবে সাবেক স্ত্রীর ভাতিজিকে বিয়ে করে সমালোচনার শিকার হয়েছেন এক সময়ের ব্রাজিল ফুটবলের এই তারকা ফরোয়ার্ড।

৩৮ বছর বয়সী হাল্ক ক্যামিলা অ্যাঞ্জেলো সুজা নামের এক চিকিৎসককে বিয়ে করেছেন। এটি হাল্কের দ্বিতীয় বিয়ে। নববিবাহিত ক্যামিলা হাল্কের সাবেক স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর ভাতিজি। ইরানের বোন এবং ক্যামিলার ফুফু রেইসা অ্যাঞ্জেলা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশে আপত্তি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘এই প্রতারণা মেনে নেওয়া কঠিন। যদি আমার মা বেঁচে থাকতেন, তিনি এই অস্বাভাবিক কর্মকাণ্ড সহ্য করতে পারতেন না।’

এদিকে নিজের বোনজামাইয়ের সঙ্গে ভাতিজির বিয়ে দেখা ‘ভয়ঙ্কর দৃশ্য’ বলেও মন্তব্য করেছেন হাল্কের সাবেক স্ত্রীর বোন। এর আগে প্রথম স্ত্রী ইরানের সঙ্গে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্পর্ক ছিল ১২ বছরের। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। পরবর্তীতে ২০১৯ সালে বিচ্ছেদ হয় হাল্ক-ইরান দম্পতির।

এর ৪ বছর পর নতুন করে ব্রাজিল ফরোয়ার্ড বিয়ে করেছেন, যেখানে ভাতিজি ক্যামিলাকেই প্রতারক বলে উল্লেখ করেছেন তার ফুফু রেইসা।

হাল্ক-ক্যামিলা দম্পতির বিয়ে পরবর্তী বড় অভ্যর্থনা রয়েছে আজ। ব্রাজিলের জোয়াও পেসোয়া নামক বড় রিসোর্টে হবে এই অনুষ্ঠান, যেখানে উভয়পক্ষের আত্মীয় ও বন্ধু-বান্ধব আমন্ত্রিত। অনুষ্ঠানে খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জাসহ পুরো আয়োজনে ৫০০ পেশাদার কর্মী নিয়োজিত রয়েছে।