ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃত বেড়ে ১২৬ জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক কর্মসূচি: কুমিল্লায় হাসনাত, সারজিস যাবেন নরসিংদী নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া রাইফেল খাল পাড় থেকে উদ্ধার বোরো ধানের চারায় বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৭ দিনব্যাপী জেলাভিত্তিক কর্মসূচি শুরু শর্ষে ও মধুর সমন্বিত চাষে লাভবান সব পক্ষ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক সীমান্ত পেরিয়ে মৈত্রী ! দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড

রংপুরের পাঁচে ৫, সব হেরে তলানিতে ঢাকা

এক দল জিতেই চলেছে, আর আরেক দল হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে এবার ঢাকা ক্যাপিটালকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। চলতি আসরে ৫ ম্যাচ খেলে সবকটিতে জিতে শীর্ষেই রইল রংপুর। তবে ৪ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে ঢাকা।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে নাহিদ রানা ও আকিফ জাভেদদের বোলিং তোপে ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটাল। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ৪০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরও শুরুটা ভালো করতে পারেনি। ব্যক্তিগত ৫ রানে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন আজিজুল হাকিম। তবে গত ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলসের ২৭ বলে ৪৪ জয়ের কাছে পৌঁছে যায় দলটি। শেষদিকে খুশদিল শাহ ১৩ বলে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

টস জিতে এর আগে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। চলতি মৌসুমে বাজে সময় কাটানো দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান। ১৮ রান করে জেসন রয়। তবে আর কোনো ব্যাটারই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

রংপুরের হয়ে পেসার নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান আকিফ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে

রংপুরের পাঁচে ৫, সব হেরে তলানিতে ঢাকা

আপডেট টাইম : ২২ ঘন্টা আগে

এক দল জিতেই চলেছে, আর আরেক দল হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে এবার ঢাকা ক্যাপিটালকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। চলতি আসরে ৫ ম্যাচ খেলে সবকটিতে জিতে শীর্ষেই রইল রংপুর। তবে ৪ ম্যাচের সবকটিতে হেরে তলানিতে ঢাকা।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে নাহিদ রানা ও আকিফ জাভেদদের বোলিং তোপে ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটাল। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ৪০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরও শুরুটা ভালো করতে পারেনি। ব্যক্তিগত ৫ রানে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন আজিজুল হাকিম। তবে গত ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলসের ২৭ বলে ৪৪ জয়ের কাছে পৌঁছে যায় দলটি। শেষদিকে খুশদিল শাহ ১৩ বলে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

টস জিতে এর আগে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। চলতি মৌসুমে বাজে সময় কাটানো দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান। ১৮ রান করে জেসন রয়। তবে আর কোনো ব্যাটারই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

রংপুরের হয়ে পেসার নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান আকিফ