ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হামলার প্রতিবাদ ও সিইসি’র পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ও নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ সমাবেশ শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারা এতে উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজের আগে থেকে বায়তুল মোকাররম এলাকায় ইসলামী দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেন। নামাজের পরপরই নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় বায়তুল মোকাররম এলাকা। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে শক্ত অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।

উল্লেখ্য, গত সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলটি। পরবর্তীতে আজকের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হামলার প্রতিবাদ ও সিইসি’র পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আপডেট টাইম : ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ও নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ সমাবেশ শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারা এতে উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজের আগে থেকে বায়তুল মোকাররম এলাকায় ইসলামী দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেন। নামাজের পরপরই নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় বায়তুল মোকাররম এলাকা। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে শক্ত অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।

উল্লেখ্য, গত সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলটি। পরবর্তীতে আজকের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।