ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টিউলিপ ও জয়কে জেলের ভাত খাওয়াবো : ববি হাজ্জাজ

বিদেশের মাটিতে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও সজীব ওয়াজেদ জয়কে জেলের ভাত খাওয়াবো বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে ‘রোড টু ডেমোক্রেসি’ শীর্ষক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

ববি বলেন, এই আন্দোলনকে আমরা দলীয়করণ হতে দেইনি। জুলাই আন্দোলনে আমি বারবার তারেক রহমানকে বলেছিলাম রাজনৈতিক দল হিসেবে সামনে যাই। কিন্তু তিনিও রাজনৈতিকভাবে সামনে আগাতে চান নাই। আমরা শিক্ষার্থীদের যে যেভাবে পারি ছাত্রদের এই আন্দোলনে সহায়তা করি। ৩ আগস্টেই আমি তারেক রহমানকে বলেছিলাম এই সরকার টিকবে না। নতুন সরকারের রূপরেখা করেন। এই আন্দোলনে তারেক রহমানের ভূমিকা অনেক।

তরুণ এই রাজনীতিবিদ বলেন, এই অন্তবর্তীকালীন সরকার আমাদের সরকার। এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আমরা এটা হতে দিতে পারি না। অথচ সরকারের পক্ষ থেকে আমাদের ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেশে যে ষড়যন্ত্র চলছে সেটা কেন অন্তর্বর্তী সরকার দেখছে না।

তিনি বলেন, যেকোনো ধরনের স্থিতিশীলতা আনতে হলে দেশে নির্বাচনে দিতে হবে। শেখ হাসিনার পতনও সংস্কারের একটি অংশ। এই ১৪ বছরে জাতীয় পার্টি সরকারের সুবিধা নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

টিউলিপ ও জয়কে জেলের ভাত খাওয়াবো : ববি হাজ্জাজ

আপডেট টাইম : ৫৫ মিনিট আগে

বিদেশের মাটিতে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও সজীব ওয়াজেদ জয়কে জেলের ভাত খাওয়াবো বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে ‘রোড টু ডেমোক্রেসি’ শীর্ষক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

ববি বলেন, এই আন্দোলনকে আমরা দলীয়করণ হতে দেইনি। জুলাই আন্দোলনে আমি বারবার তারেক রহমানকে বলেছিলাম রাজনৈতিক দল হিসেবে সামনে যাই। কিন্তু তিনিও রাজনৈতিকভাবে সামনে আগাতে চান নাই। আমরা শিক্ষার্থীদের যে যেভাবে পারি ছাত্রদের এই আন্দোলনে সহায়তা করি। ৩ আগস্টেই আমি তারেক রহমানকে বলেছিলাম এই সরকার টিকবে না। নতুন সরকারের রূপরেখা করেন। এই আন্দোলনে তারেক রহমানের ভূমিকা অনেক।

তরুণ এই রাজনীতিবিদ বলেন, এই অন্তবর্তীকালীন সরকার আমাদের সরকার। এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আমরা এটা হতে দিতে পারি না। অথচ সরকারের পক্ষ থেকে আমাদের ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেশে যে ষড়যন্ত্র চলছে সেটা কেন অন্তর্বর্তী সরকার দেখছে না।

তিনি বলেন, যেকোনো ধরনের স্থিতিশীলতা আনতে হলে দেশে নির্বাচনে দিতে হবে। শেখ হাসিনার পতনও সংস্কারের একটি অংশ। এই ১৪ বছরে জাতীয় পার্টি সরকারের সুবিধা নিয়েছে।