ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশেষ দিনে কাকে ‘লুজার’ বললেন পরীমণি

আজ বাবা দিবস। বিশেষ এই দিনে অনেকেই সোশ্যাল হ্যান্ডেলে বাবাকে নিয়ে পোস্ট করেছেন। হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমণিও বিশেষ দিনটিতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তবে পরীর এই স্ট্যাটাস কাউকে ইঙ্গিত করে।

বলে রাখা ভালো- পরীমণির একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে বাসায় একাই থাকছেন। অন্যদিকে পরীমণির স্বামী শরিফুল রাজ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছেন। স্বাভাবিক কারণে বাবা দিবসের এই দিনটিতে বাবার সান্নিধ্যে নেই পরীমণি-রাজের সন্তান রাজ্য। ঠিক এই পরিস্থিতে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করলেন পরীমণি।

পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতো, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।’

পরী-রাজের দাম্পত্য সম্পর্কটা দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না, সম্প্রতি তাদের কণ্ঠে সংসার ভাঙনের সুর শোনা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিশেষ দিনে কাকে ‘লুজার’ বললেন পরীমণি

আপডেট টাইম : ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

আজ বাবা দিবস। বিশেষ এই দিনে অনেকেই সোশ্যাল হ্যান্ডেলে বাবাকে নিয়ে পোস্ট করেছেন। হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমণিও বিশেষ দিনটিতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তবে পরীর এই স্ট্যাটাস কাউকে ইঙ্গিত করে।

বলে রাখা ভালো- পরীমণির একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে বাসায় একাই থাকছেন। অন্যদিকে পরীমণির স্বামী শরিফুল রাজ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছেন। স্বাভাবিক কারণে বাবা দিবসের এই দিনটিতে বাবার সান্নিধ্যে নেই পরীমণি-রাজের সন্তান রাজ্য। ঠিক এই পরিস্থিতে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করলেন পরীমণি।

পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতো, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার। মা বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।’

পরী-রাজের দাম্পত্য সম্পর্কটা দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না, সম্প্রতি তাদের কণ্ঠে সংসার ভাঙনের সুর শোনা যায়।