বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার উদ্যোগ নিয়েছে তার পরিবার।
খন্দকার মোশাররফের ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন বলেন, ‘চিকিৎসকের পরামর্শে বাবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে চাই। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করছি। যত দ্রুত সম্ভব বিদেশে নেওয়ার চেষ্টা করছি।
আট দিন চিকিৎসা শেষে শনিবার (২৪ জুন) বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।
খন্দকার মোশাররফ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক খন্দকার মাহবুবুর রহমানের অধীনে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ জুন হঠাৎ বুকে ব্যথা উঠলে খন্দকার মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়।