সিনেমার প্রচারণায় গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ক্যামেরার সামনে হাসিমুখেই পোজ দিয়েছিলেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি ছড়িয়ে পড়তেই অবাক নেটিজেনরা। প্রশ্ন উঠেছে, বিয়ের মাত্র পাঁচ মাস পরই কি মা হতে যাচ্ছেন কিয়ারা।
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধেছেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমে অফস্ক্রিনেও গড়ায়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে হয় তাদের। বিয়ের আগে হাতে থাকা কাজ শেষ করেন তারা। আর বিয়ের পরই হানিমুনে যান দুই তারকা।
হানিমুন থেকে ফেরার পর কিয়ারা সিনেমার প্রচারণা শুরু করেন। নায়ক কার্তিক আরিয়ানের সঙ্গে করা ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচারণায় অংশ নেন অভিনেত্রী। আর সেখানে গিয়েই নতুন জল্পনার শুরু হলো।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, সিনেমার প্রচারে জয়পুরে গিয়েছিলেন কিয়ারা। সেখানে ক্যামেরার সামনে দারুণভাবে পোজ দেন তিনি। কিন্তু ছবিগুলো সোশ্যালে ছড়িয়ে পড়ার পর দেখা যায়, কিয়ারার বেবি বাম্প দেখা যাচ্ছে বলে দাবি করেছেন নেটিজেনরা।
চারদিকে এ গুঞ্জন রটিয়ে পড়ার পরই প্রশ্নই উঠেছে, সত্যিই কি অন্তঃসত্ত্বা কিয়ারা? আমার কাছেই কি অন্তঃসত্ত্বা মনে হচ্ছে কিয়ারাকে?
এ গুঞ্জন ছড়িয়ে পড়তেই শিরোনামে নাম উঠে আসে বলি নায়িকার। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি তার। মন্তব্য না এলেও বর্তমানে সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।