দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী ২০২৪ সালের জানুয়ারিতে তা দেখিয়ে দেওয়া হবে।
বুধবার (১২ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।
শেখ তাপস বলেন, আজকে ঢাকা ফুঁসে উঠেছে। আমরা আর কোনো নৈরাজ্য বরদাস্ত করব না।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আজকে থেকে আমরা আর ঘরে যাব না। ৭১ সালে মানুষ যেমন রণাঙ্গনে গেছে, তেমনি আমরা রাজপথে থাকব।’
শেখ তাপস বলেন, ‘যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে, তাদেরকে ২০২৪ সালের জানুয়ারি মাসে আমরা দেখিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন কত প্রকাশ ও কী কী।’
দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শান্তি সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ ঢাকার আশপাশের এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।