বাঙালী কণ্ঠ নিউজঃ হাওর অঞ্চলে এমন দৃশ্য কেবলমাত্র আমাদের গ্রামের দেশেই পাওয়া সম্ভব। সুন্দর হলেও এরমধ্যে লুকিয়ে রয়েছে এদেশের গ্রাম-বাংলার মানুষের দুর্গতি।
হাওর বাংলার দৃশ্যটি দেখতে সুন্দর কিন্তু মানুষের দুর্ভোগের কথা চিন্তা করলে সেই সুন্দর যেনো উবে যায়। বর্ষাকালে গ্রামের মানুষগুলোর দুর্ভোগের যেনো শেষ থাকে না। গরু-ছাগল ও শিশুদের নিয়ে গ্রামের মানুষগুলো খুব কষ্টে দিন কাটান। আজকের এই দৃশ্যটিও তেমনই একটি দৃশ্য। চারিদিকে শুধু পানি আর পানি। মাঝে এক টুকরো উঁচু জমিতে খড়ের বাড়ি। যেখানে তারা বসবাস করেন সারাবছর। তবে বর্ষা এলে তাদের দুর্গতির শেষ থাকে না। গরু-বাছুর নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয় গ্রামের এসব মানুষদের। আজকের সকালে এমন সুন্দর গ্রামের একটি দৃশ্যের জন্য এর আলোকচিত্রীকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা, এই ছবিটির জন্য চিত্রগ্রাহককে ধন্যবাদ।