বাঙালী কণ্ঠ নিউজঃ এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের চাঁদার হার ৬ শতাংশ থাকছে। অবসর ও কল্যাণ সুবিধা দিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন থেকে অতিরিক্ত অর্থ কাটার সিদ্ধান্ত থেকে ফিরে এলো শিক্ষা মন্ত্রণালয়। এত দিন শিক্ষকরা এই দুই ফান্ডে ৬ শতাংশ চাঁদা দিলেও মূল বেতনের ১০ শতাংশ করে চাঁদা কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এমপিওভুক্ত শিক্ষকদের অবসর বাবদ ৪ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ২ শতাংশ হারে চাঁদা কাটা হয়। গত জুন মাসে অবসরের জন্য মাসিক বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে কেটে রাখা হবে বলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। জুন মাস থেকে নতুন নির্ধারিত হারে এই চাঁদার টাকা কাটা হবে বলেও জানানো হয়। এনিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেয় বেসরকারি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে। কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন শিক্ষক নেতারা।