ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে : পরিকল্পনা মন্ত্রী

 পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করেছে, যা অতীতের কোন সরকার করতে পারেনি। এই উন্নয়নের সুফল পাচ্ছেন দেশের মানুষ। আরো অনেক কাজ বাকি রয়েছে, দেশের মানুষের উচিৎ আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। তা নাহলে আবারও এই দেশটি উন্নয়ন বঞ্চিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্রব্য মূল্যের কারণে দেশের নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টে আছে। দেশে এমনও লোক আছে যারা ব্যাংককে গিয়ে বাজার খরচ করে লন্ডনে গিয়ে খায়। দেশে এই সব লোকের কষ্ট হয় না, কারণ তাদের টাকা আছে। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। দেশে প্রায় ১ কোটি মানুষ সেই সুবিধা নিচ্ছেন। একটি দল নির্বাচন এলে বাসে আগুন দেয়, আলোচনায় বসতে চায় না। আবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জীবন মানে আরো বাধা হয়ে দাড়ায় তাদেরকে রুখেতে হবে।

মন্ত্রী বলেন, শহরের সাথে পাল্লা দিয়ে গ্রাম ও হাওরঞ্চলে ব্যাপক ভাবে উন্নয়ন কাজ চলমান আছে। একটা সময় কেউ আর শহরে যাবে না, কারণ প্রতিটি গ্রামই শহরের মতো হয়ে যাবে। আজ থেকে ১৫-২০ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ দিন রাত পার্থক্য হয়েগেছে। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। আগামী প্রজন্ম আরো সুফল পাবে এই সব উন্নয়নের।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প পিবিজিএসআই স্কীম সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় অনুদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের সুনামগঞ্জ জেলাটি একটি সময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছিল, আজ সুনামগঞ্জে একটি আধুনিক মেডিকেল কলেজ (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ) নির্মাণ করা হয়েছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। নেত্রকোনা থেকে জামালগঞ্জ হয়ে সুনামগঞ্জ পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ কাজ চলছে। এখন সুনামগঞ্জে রেল লাইনের কাজও চলছে। আগামীতে এই সুনামগঞ্জেই একটি বিমান বন্দর নির্মাণ করা হবে। তাই আগামীতেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

সভায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজর মো. নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনিছুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি, পরিকল্পনা মন্ত্রীর পুত্র শাহাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরী রুবেল, ডুংরিয়া হাই স্কুলের শিক্ষাথী সাইফুদ্দিন খান নিয়াজসহ প্রমূখ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মারুফা আক্তার ও গীতা পাঠ করেন স্বর্ণালী দাস।

পরে শান্তিগঞ্জ উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের প্রতি বিদ্যালয়ে ১৫ জন করে শিক্ষার্থীদের মাঝে ৫০০০/-টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৭ কোটি ৪৬ লক্ষ ৭০ হাজার ৭৯০ টাকা ব্যয়ে নবনির্মিত ঝিলমিল অডিটোরিয়াম এর উদ্বোধন করেন মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দেশে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে : পরিকল্পনা মন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

 পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করেছে, যা অতীতের কোন সরকার করতে পারেনি। এই উন্নয়নের সুফল পাচ্ছেন দেশের মানুষ। আরো অনেক কাজ বাকি রয়েছে, দেশের মানুষের উচিৎ আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। তা নাহলে আবারও এই দেশটি উন্নয়ন বঞ্চিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্রব্য মূল্যের কারণে দেশের নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টে আছে। দেশে এমনও লোক আছে যারা ব্যাংককে গিয়ে বাজার খরচ করে লন্ডনে গিয়ে খায়। দেশে এই সব লোকের কষ্ট হয় না, কারণ তাদের টাকা আছে। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। দেশে প্রায় ১ কোটি মানুষ সেই সুবিধা নিচ্ছেন। একটি দল নির্বাচন এলে বাসে আগুন দেয়, আলোচনায় বসতে চায় না। আবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জীবন মানে আরো বাধা হয়ে দাড়ায় তাদেরকে রুখেতে হবে।

মন্ত্রী বলেন, শহরের সাথে পাল্লা দিয়ে গ্রাম ও হাওরঞ্চলে ব্যাপক ভাবে উন্নয়ন কাজ চলমান আছে। একটা সময় কেউ আর শহরে যাবে না, কারণ প্রতিটি গ্রামই শহরের মতো হয়ে যাবে। আজ থেকে ১৫-২০ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ দিন রাত পার্থক্য হয়েগেছে। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। আগামী প্রজন্ম আরো সুফল পাবে এই সব উন্নয়নের।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প পিবিজিএসআই স্কীম সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় অনুদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের সুনামগঞ্জ জেলাটি একটি সময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছিল, আজ সুনামগঞ্জে একটি আধুনিক মেডিকেল কলেজ (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ) নির্মাণ করা হয়েছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। নেত্রকোনা থেকে জামালগঞ্জ হয়ে সুনামগঞ্জ পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ কাজ চলছে। এখন সুনামগঞ্জে রেল লাইনের কাজও চলছে। আগামীতে এই সুনামগঞ্জেই একটি বিমান বন্দর নির্মাণ করা হবে। তাই আগামীতেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

সভায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজর মো. নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনিছুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি, পরিকল্পনা মন্ত্রীর পুত্র শাহাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরী রুবেল, ডুংরিয়া হাই স্কুলের শিক্ষাথী সাইফুদ্দিন খান নিয়াজসহ প্রমূখ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মারুফা আক্তার ও গীতা পাঠ করেন স্বর্ণালী দাস।

পরে শান্তিগঞ্জ উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের প্রতি বিদ্যালয়ে ১৫ জন করে শিক্ষার্থীদের মাঝে ৫০০০/-টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৭ কোটি ৪৬ লক্ষ ৭০ হাজার ৭৯০ টাকা ব্যয়ে নবনির্মিত ঝিলমিল অডিটোরিয়াম এর উদ্বোধন করেন মন্ত্রী।