ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপে বদলি হচ্ছেন আরও ১০০ ইউএনও

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলি হচ্ছেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে প্রথম দফায় ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়৷ সবমিলিয়ে দুই শতাধিক ইউএনও বদলি হতে পারেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে৷

বুধবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রায় ১০০ জন উপজেলা নির্বাহী অফিসারের বদলির সুপারিশ নির্বাচন কমিশনে পাঠিয়েছি। ইসি এ সুপারিশ যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যারা এক বছরের বেশি ইউএনও হিসেবে কর্মস্থলে ছিলেন, তাদেরই বদল করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশন যেভাবে বলেছে, সেই অনুসারে বিভাগীয় কমিশনাররা তালিকা তৈরি করছেন।

জেলা প্রশাসকদের বিষয়ে কোনো নির্দেশনা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। একটি পেয়েছিলাম, সেটি বাস্তবায়ন0 করা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের যা করতে বলবে, আমরা তা-ই করব।

অল্প সময়ের মধ্যে মাঠ প্রশাসনের বিপুল সংখ্যক কর্মকর্তাকে বদলি করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই সম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই। ২০০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন।

এর আগে গত ৩০ নভেম্বর ইউএনওদের বদলির বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় ইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় ধাপে বদলি হচ্ছেন আরও ১০০ ইউএনও

আপডেট টাইম : ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলি হচ্ছেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে প্রথম দফায় ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়৷ সবমিলিয়ে দুই শতাধিক ইউএনও বদলি হতে পারেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে৷

বুধবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রায় ১০০ জন উপজেলা নির্বাহী অফিসারের বদলির সুপারিশ নির্বাচন কমিশনে পাঠিয়েছি। ইসি এ সুপারিশ যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যারা এক বছরের বেশি ইউএনও হিসেবে কর্মস্থলে ছিলেন, তাদেরই বদল করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশন যেভাবে বলেছে, সেই অনুসারে বিভাগীয় কমিশনাররা তালিকা তৈরি করছেন।

জেলা প্রশাসকদের বিষয়ে কোনো নির্দেশনা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। একটি পেয়েছিলাম, সেটি বাস্তবায়ন0 করা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের যা করতে বলবে, আমরা তা-ই করব।

অল্প সময়ের মধ্যে মাঠ প্রশাসনের বিপুল সংখ্যক কর্মকর্তাকে বদলি করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই সম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই। ২০০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন।

এর আগে গত ৩০ নভেম্বর ইউএনওদের বদলির বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় ইসি।