ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাম বাড়ায় কমেছে ওয়াসার এটিএম বুথের পানি বিক্রি

ওয়াসার এটিএম পানির দাম দ্বিগুণ বাড়ায় কমে গেছে বিক্রি। ময়লা ও দুগর্ন্ধযুক্ত পানির কারণে রাজধানীর বহু মানুষ খাবার পানির ক্ষেত্রে ওয়াসার এটিএম বুথের পানিতে নির্ভর করত। কিন্তু ওই পানির দাম দ্বিগুণ হওয়ায় বিক্রি কমে গেছে। আগে যেখানে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোও পানি কিনে খেতো, তারা এখন পানি ফুটিয়ে খাচ্ছে। ঢাকা ওয়াসা একদিকে নগরবাসীকে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি দিতে ব্যর্থ হচ্ছে,  অন্যদিকে খাবার পানির দাম বাড়াচ্ছে। যা জনগণের খরচের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ঢাকা ওয়াসার এটিএম বুথের পানি আগে প্রতি লিটার পানি ৪০ পয়সায় বিক্রি হলেও এখন প্রতি লিটার ৮০ পয়সায় বিক্রি হচ্ছে। ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, এটিএম বুথের পানির দাম বাড়ায় আগে রাজধানীর দিলু রোডের ওয়াটার বুথ থেকে প্রতিদিন প্রায় ১৪ হাজার লিটার পানি বিক্রি হতো, যা এখন ৭ হাজার লিটারে নেমে এসেছে। এখানে প্রায় ১৪ হাজর ৫০০ নিবন্ধিত গ্রাহক রয়েছে। হঠাৎ করে পানির দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় এই প্রভাব পড়েছে। ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ঢাকা ওয়াসা)  যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি ড্রিংওয়েলের সঙ্গে যৌথভাবে রাজধানীবাসীকে ওয়াটার এটিএম বুথের মাধ্যমে পানি সরবরাহ করে আসছে। ২০১৭ সালে প্রথম চালু হওয়ার পর থেকে এই বুথগুলোতে গ্রাহকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাঁচ্ছিল। ১ আগস্টে পানির দাম প্রতি লিটার ৪০ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত বৃদ্ধি করার পর থেকে পানি বিক্রি প্রায় ১৫ শতাংশ কমে গেছে। সূত্র জানায়, ঢাকা ওয়াসার সহায়তায় ড্রিংওয়েল ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৩০টি স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপন করে। এখন বর্তমানে ওই বুথগুলোর মধ্যে প্রায় ৯০টি বন্ধ রয়েছে। এর মধ্যে মিরপুর, আগারগাঁও, শ্যাওড়াপাড়া, বাসাবো, ফকিরাপুল, আজিমপুর, মোহাম্মদপুর, কমলাপুর, গাবতলী, উত্তরা, দয়াগঞ্জ, বাড্ডা, ভাটারা, বসুন্ধরা, মহাখালী, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ২৪২টি বুথ চালু রয়েছে। ঢাকায় এর নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৪ লাখের বেশি। পানির দাম বৃদ্ধির আগে দৈনিক পানি ক্রয় ছিল ১৪.৫ লাখ লিটার কিন্তু এখন পানি কেনা প্রায় ১৫ শতাংশ কমেছে। বর্তমানে দৈনিক গড় পানি ক্রয় প্রায় ১২ লাখ লিটার। এদিকে এ বিষয়ে ওয়াটার এটিএম বুথ প্রকল্পের পরিচালক এবং ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রামেশ্বর দাস জানান, পানির দাম বাড়ানোর আগে খরচের জন্য প্রতি লিটার পানিতে প্রায় ৩০ পয়সা ভর্তুকি দিতে হতো। মূল্য বৃদ্ধির পর ওয়াটার বুথে ঢাকা ওয়াসার ব্যয় ও আয়ের ভারসাম্য নিশ্চিত করা হয়েছে। অতীতে পানির স্বল্পমূল্যের কারণে অনেকেই তা পান করা ছাড়া অন্য কাজে ব্যবহার করতো। তাই ওয়াসার ভর্তুকি কমাতে ও পানির অপচয় রোধে বিভিন্ন পণ্যের দাম বিবেচনায় নিয়ে পানির দাম বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দাম বাড়ায় কমেছে ওয়াসার এটিএম বুথের পানি বিক্রি

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

ওয়াসার এটিএম পানির দাম দ্বিগুণ বাড়ায় কমে গেছে বিক্রি। ময়লা ও দুগর্ন্ধযুক্ত পানির কারণে রাজধানীর বহু মানুষ খাবার পানির ক্ষেত্রে ওয়াসার এটিএম বুথের পানিতে নির্ভর করত। কিন্তু ওই পানির দাম দ্বিগুণ হওয়ায় বিক্রি কমে গেছে। আগে যেখানে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোও পানি কিনে খেতো, তারা এখন পানি ফুটিয়ে খাচ্ছে। ঢাকা ওয়াসা একদিকে নগরবাসীকে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি দিতে ব্যর্থ হচ্ছে,  অন্যদিকে খাবার পানির দাম বাড়াচ্ছে। যা জনগণের খরচের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ঢাকা ওয়াসার এটিএম বুথের পানি আগে প্রতি লিটার পানি ৪০ পয়সায় বিক্রি হলেও এখন প্রতি লিটার ৮০ পয়সায় বিক্রি হচ্ছে। ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, এটিএম বুথের পানির দাম বাড়ায় আগে রাজধানীর দিলু রোডের ওয়াটার বুথ থেকে প্রতিদিন প্রায় ১৪ হাজার লিটার পানি বিক্রি হতো, যা এখন ৭ হাজার লিটারে নেমে এসেছে। এখানে প্রায় ১৪ হাজর ৫০০ নিবন্ধিত গ্রাহক রয়েছে। হঠাৎ করে পানির দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় এই প্রভাব পড়েছে। ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ঢাকা ওয়াসা)  যুক্তরাষ্ট্র-ভিত্তিক কোম্পানি ড্রিংওয়েলের সঙ্গে যৌথভাবে রাজধানীবাসীকে ওয়াটার এটিএম বুথের মাধ্যমে পানি সরবরাহ করে আসছে। ২০১৭ সালে প্রথম চালু হওয়ার পর থেকে এই বুথগুলোতে গ্রাহকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাঁচ্ছিল। ১ আগস্টে পানির দাম প্রতি লিটার ৪০ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত বৃদ্ধি করার পর থেকে পানি বিক্রি প্রায় ১৫ শতাংশ কমে গেছে। সূত্র জানায়, ঢাকা ওয়াসার সহায়তায় ড্রিংওয়েল ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৩০টি স্থানে ওয়াটার এটিএম বুথ স্থাপন করে। এখন বর্তমানে ওই বুথগুলোর মধ্যে প্রায় ৯০টি বন্ধ রয়েছে। এর মধ্যে মিরপুর, আগারগাঁও, শ্যাওড়াপাড়া, বাসাবো, ফকিরাপুল, আজিমপুর, মোহাম্মদপুর, কমলাপুর, গাবতলী, উত্তরা, দয়াগঞ্জ, বাড্ডা, ভাটারা, বসুন্ধরা, মহাখালী, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ২৪২টি বুথ চালু রয়েছে। ঢাকায় এর নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৪ লাখের বেশি। পানির দাম বৃদ্ধির আগে দৈনিক পানি ক্রয় ছিল ১৪.৫ লাখ লিটার কিন্তু এখন পানি কেনা প্রায় ১৫ শতাংশ কমেছে। বর্তমানে দৈনিক গড় পানি ক্রয় প্রায় ১২ লাখ লিটার। এদিকে এ বিষয়ে ওয়াটার এটিএম বুথ প্রকল্পের পরিচালক এবং ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রামেশ্বর দাস জানান, পানির দাম বাড়ানোর আগে খরচের জন্য প্রতি লিটার পানিতে প্রায় ৩০ পয়সা ভর্তুকি দিতে হতো। মূল্য বৃদ্ধির পর ওয়াটার বুথে ঢাকা ওয়াসার ব্যয় ও আয়ের ভারসাম্য নিশ্চিত করা হয়েছে। অতীতে পানির স্বল্পমূল্যের কারণে অনেকেই তা পান করা ছাড়া অন্য কাজে ব্যবহার করতো। তাই ওয়াসার ভর্তুকি কমাতে ও পানির অপচয় রোধে বিভিন্ন পণ্যের দাম বিবেচনায় নিয়ে পানির দাম বাড়ানো হয়েছে।