বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী একাদশ জাতীয় নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রাজনীতিতে তার গুরুত্বও নির্বাচনকে ঘিরে বেড়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
নির্বাচন যত ঘনিয়ে আসবে, এরশাদের গুরুত্ব তত বাড়তে থাকবে। কারণ তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টির জন্য সংসদে আরো বেশি প্রতিনিধিত্ব বাড়াতে চান। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামী বাদে বাকি দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নামছেন। এতে করে জাতীয় পার্টির শক্তি বহুগুণ বেড়ে যাবে।
রাজনীতির পট পরিবর্তনের আশায় এরশাদ সম্প্রতি হঠাৎ করেই ভারত সফরে যান। দিল্লীতে দেশটির ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সঙ্গেও তিনি বৈঠক করেছেন। সফরটিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনে এরশাদ ও জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এরশাদের একটি বড় ভোট ব্যাংকও রয়েছে। কিছু কিছু অঞ্চলে বিশাল ভোট ব্যাংকের পাশাপাশি দেশের সব আসনেই ৫ থেকে ২০ হাজার ভোট রয়েছে জাতীয় পার্টির। এদিকে, রংপুর, বরিশাল, সুনামগঞ্জ, ময়মনসিংহে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী রয়েছেন। যারা আগামী নির্বাচনে লাঙলকে জিতিয়ে আনতে পারবেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা।