ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত, মৃদু শৈত্যপ্রবাহ

মাঘ মাসের শুরুতেই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। গোটা পঞ্চগড় কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। দিনের বেলাতেই যানবাহনগুলো হেডলাইট চালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি।
আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে এমনই ছিল শীতের অবস্থা। গত তিন দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। এদিন সকাল ৯টায় পঞ্চগড়ে৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি জানান, এই মাসে শীতের প্রকোপ আরও বাড়তে পারে এবং একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

অপরদিকে কৃষকরা শঙ্কা করছেন কুয়াশার পরিমান বেড়ে গেলে শীতকালীন ফসল বিশেষ করে আলু ক্ষেত ও বীজ তলায় বোরো বীজের চারার ক্ষতির আশঙ্কা রয়েছে। আলু চাষীরা আলু ক্ষেতে কুয়াশা নাশক স্প্রে করছেন। অনেক চাষী বোরো বীজের চারা পলেথিন দিয়ে ঢাকা দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত, মৃদু শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : এক ঘন্টা আগে

মাঘ মাসের শুরুতেই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। গোটা পঞ্চগড় কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। দিনের বেলাতেই যানবাহনগুলো হেডলাইট চালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি।
আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে এমনই ছিল শীতের অবস্থা। গত তিন দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। এদিন সকাল ৯টায় পঞ্চগড়ে৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি জানান, এই মাসে শীতের প্রকোপ আরও বাড়তে পারে এবং একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

অপরদিকে কৃষকরা শঙ্কা করছেন কুয়াশার পরিমান বেড়ে গেলে শীতকালীন ফসল বিশেষ করে আলু ক্ষেত ও বীজ তলায় বোরো বীজের চারার ক্ষতির আশঙ্কা রয়েছে। আলু চাষীরা আলু ক্ষেতে কুয়াশা নাশক স্প্রে করছেন। অনেক চাষী বোরো বীজের চারা পলেথিন দিয়ে ঢাকা দিচ্ছেন।