ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সঙ্গে দেখা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মানবাধিকার কমিশনের এই চেয়ারম্যান আরও বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটা নীতিবিবর্জিত মানুষের দাম্ভিকতার বহির্প্রকাশ।’
তিনি বলেন, ‘শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করলে হবে না। তিনি যাতে নিশ্চিন্তে চাকরি করতে পারেন তার নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে।’
মিজানুর রহমান বলেন, ‘ওই সংসদ সদস্য যে রাজনৈতিক দলের সদস্য সেই রাজনৈতিক দল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তাও এখন দেখার বিষয়।’
আজ রোববার বিকেলে হাসপাতালে শ্যামল কান্তিকে দেখতে যান মিজানুর রহমান। সেখানে তিনি অসুস্থ শ্যামলের খোঁজখবর নেন। ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে গত ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করেন জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।