ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রণবীরের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ের দীর্ঘ দিন পর মুখ খুললেন ঐশ্বরিয়া

xr:d:DAF02QIXCVc:13,j:2940134634494199276,t:23112207

সিনেমার পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন কথা বলেছেন। তিনি জানিয়েছেন, পর্দায় চুম্বন করলেই সিনেপ্রেমীদের মাঝে কেমন আলোচনা হবে তা তিনি জানেন। পর্দায় চুম্বন দৃশ্য নিয়ে স্পষ্টবাদী ও বুদ্ধিমতী অভিনেত্রী বলেও আখ্যা দেন নিজেকে।

এক সময় ঐশ্বরিয়া রাইয়ের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করা কি অভিনেতা-অভিনেত্রীদের জন্য খুব সহজ? আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছিলেন, আমি ঠিক করেছিলাম অন্য কেউ আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। সে জন্যই ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ কাজ করতে পেরেছি। তা ছাড়া চিত্রনাট্যে একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল, সেখানে রণবীর কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি বলেন, আমি পরিচালককে বলেছিলাম, এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে আমরা চুম্বন দৃশ্য বাদ দিতে পারি।

ঐশ্বরিয়া রাই বলেন, সেই একই সময়ে ‘শব্দ’ ছবিতে অভিনয় করেছিলাম। নারী পরিচালক ছিলেন। ছবিতে চুম্বন দৃশ্য ছিল না। তবে অন্তরঙ্গ দৃশ্য ছিল। পরে আমরা হাসাহাসি করেছিলাম। একটা দূরত্ব বজায় রেখে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানি, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করলে নেটিজেনদের মাঝে কতটা সমালোচনা হবে।

হৃতিক রোশনের সঙ্গে ‘ধুম ২’ সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের অন্তরঙ্গ দৃশ্য ছিল। সেখানেও তিনি অভিনয় করেন। সেই চুম্বন দৃশ্য নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। তবে সেই দৃশ্য চিত্রনাট্যের প্রয়োজনেই রাখা হয়েছিল বলে মনে করেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

উল্লেখ্য, বলিউডে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে— ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সংসারে ভাঙন ধরেছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি। গত ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিল বচ্চন পরিবার। সেখানে বিয়েতে একসঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। তারা আলাদা গিয়েছিলেন। তবে এমনকি অভিষেকও মা-বাবা, বোন-দুলাভাইদের সঙ্গেই বিয়েবাড়িতে গিয়েছিলেন। পরে অবশ্য বিয়ের অনুষ্ঠানের মধ্যে অভিষেককে মেয়ে-স্ত্রীর পাশে এসে বসতে দেখা যায়। আবার ১৩ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠানেও একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে ডিভোর্স নিয়ে এখনো দুজনের কেউ কথা না বললেও বচ্চন পরিবার থেকে বের হয়ে মায়ের সঙ্গেই থাকছেন ঐশ্বরিয়া।

উল্লেখ্য, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ আর বচ্চন পরিবারের অশান্তির খবর গত বছর থেকে জোরালো হয়।

 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রণবীরের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ের দীর্ঘ দিন পর মুখ খুললেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

সিনেমার পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন কথা বলেছেন। তিনি জানিয়েছেন, পর্দায় চুম্বন করলেই সিনেপ্রেমীদের মাঝে কেমন আলোচনা হবে তা তিনি জানেন। পর্দায় চুম্বন দৃশ্য নিয়ে স্পষ্টবাদী ও বুদ্ধিমতী অভিনেত্রী বলেও আখ্যা দেন নিজেকে।

এক সময় ঐশ্বরিয়া রাইয়ের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করা কি অভিনেতা-অভিনেত্রীদের জন্য খুব সহজ? আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছিলেন, আমি ঠিক করেছিলাম অন্য কেউ আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। সে জন্যই ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এ কাজ করতে পেরেছি। তা ছাড়া চিত্রনাট্যে একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল, সেখানে রণবীর কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি বলেন, আমি পরিচালককে বলেছিলাম, এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে আমরা চুম্বন দৃশ্য বাদ দিতে পারি।

ঐশ্বরিয়া রাই বলেন, সেই একই সময়ে ‘শব্দ’ ছবিতে অভিনয় করেছিলাম। নারী পরিচালক ছিলেন। ছবিতে চুম্বন দৃশ্য ছিল না। তবে অন্তরঙ্গ দৃশ্য ছিল। পরে আমরা হাসাহাসি করেছিলাম। একটা দূরত্ব বজায় রেখে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানি, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করলে নেটিজেনদের মাঝে কতটা সমালোচনা হবে।

হৃতিক রোশনের সঙ্গে ‘ধুম ২’ সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের অন্তরঙ্গ দৃশ্য ছিল। সেখানেও তিনি অভিনয় করেন। সেই চুম্বন দৃশ্য নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। তবে সেই দৃশ্য চিত্রনাট্যের প্রয়োজনেই রাখা হয়েছিল বলে মনে করেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

উল্লেখ্য, বলিউডে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে— ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সংসারে ভাঙন ধরেছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি। গত ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিল বচ্চন পরিবার। সেখানে বিয়েতে একসঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। তারা আলাদা গিয়েছিলেন। তবে এমনকি অভিষেকও মা-বাবা, বোন-দুলাভাইদের সঙ্গেই বিয়েবাড়িতে গিয়েছিলেন। পরে অবশ্য বিয়ের অনুষ্ঠানের মধ্যে অভিষেককে মেয়ে-স্ত্রীর পাশে এসে বসতে দেখা যায়। আবার ১৩ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠানেও একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে ডিভোর্স নিয়ে এখনো দুজনের কেউ কথা না বললেও বচ্চন পরিবার থেকে বের হয়ে মায়ের সঙ্গেই থাকছেন ঐশ্বরিয়া।

উল্লেখ্য, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ আর বচ্চন পরিবারের অশান্তির খবর গত বছর থেকে জোরালো হয়।