ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ৫০ হাজার মানুষ পানিবন্দি

বাঙালী কণ্ঠ নিউজঃ  জোয়ার ও টানা বৃষ্টির পানিতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জোয়ারের পানিতে অসংখ্য বাড়ি ঘর তলিয়ে গেছে। জোয়ার ও টানা বৃষ্টিতে অন্তত ১০ হাজার মৎস্য ঘের ভেসে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে জেলার বিপুল পরিমাণ চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে যাবে বলে আশঙ্কা করছেন সংশিষ্ট ঘের মালিকরা। টানা বর্ষণে জেলার প্রায় দেড় হাজার হেক্টর জমির আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে আমনের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, শিংড়াই, দেওয়ালবাটি, যাত্রাপুর, বারুইপাড়া, বিষ্ণুপুর, পাটরপাড়া, ষাটগুম্বুজ, বাগমারা এলাকায় শতশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানির কারণে ঘর থেকে মানুষজন বের হতে পারছেন না। রান্নার চুলায় পানি উঠে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। এ ছাড়া জেলার ফকিরহাট, কচুয়া, চিতলমারী উপজেলার বেশকিছু এলাকায় পান, সবজি ও মাছের ঘের তলিয়ে গেছে।

পোলঘাট গ্রামের বাসিন্দা মুরাদ বলেন, ভৈরব নদীর জোয়ারের পানি রাস্তার উপচে আমাদের গ্রামের বাড়ি ঘর তলিয়ে গেছে। এ ছাড়া গত চার দিনের টানা বর্ষণে বসত ঘর ও বাগানে পানিতে তলিয়ে রয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি নামতে পারছে না।

মাঝিডাঙ্গা গ্রামের জরিনা বেগম বলেন, বাড়ির উঠানে হাঁটু পানি জমে রয়েছে। পানির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।

কাড়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য জাহিদুর রহমান বলেন, আমার ওয়ার্ডের কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি বাগানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নামার ব্যবস্থা না থাকায় এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের টানা বর্ষণে জলবদ্ধতা সৃষ্টি হয়ে পান ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি তার এলাকার খালগুলো সংষ্কারের দাবি জানিয়েছেন।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আফতাব উদ্দিন বলেন, গত এক সপ্তায় বাগেরহাট জেলায় প্রায় তিনশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির পানিতে কৃষি জমির বীজতলা ও সবজি এবং পানের বরাজ তলিয়ে গেছে। বাগেরহাটে প্রায় দেড় হাজার হেক্টর পানের বরজ ও আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার বলেন, টানা বর্ষণ জোয়ারের পানিতে সদর উপজেলা ও চিতলমারিসহ বিভিন্ন এলাকার ১০ হাজার মৎস্য ঘের তলিয়ে গেছে। প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাগেরহাটে ৫০ হাজার মানুষ পানিবন্দি

আপডেট টাইম : ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  জোয়ার ও টানা বৃষ্টির পানিতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জোয়ারের পানিতে অসংখ্য বাড়ি ঘর তলিয়ে গেছে। জোয়ার ও টানা বৃষ্টিতে অন্তত ১০ হাজার মৎস্য ঘের ভেসে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে জেলার বিপুল পরিমাণ চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে যাবে বলে আশঙ্কা করছেন সংশিষ্ট ঘের মালিকরা। টানা বর্ষণে জেলার প্রায় দেড় হাজার হেক্টর জমির আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে আমনের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, শিংড়াই, দেওয়ালবাটি, যাত্রাপুর, বারুইপাড়া, বিষ্ণুপুর, পাটরপাড়া, ষাটগুম্বুজ, বাগমারা এলাকায় শতশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানির কারণে ঘর থেকে মানুষজন বের হতে পারছেন না। রান্নার চুলায় পানি উঠে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। এ ছাড়া জেলার ফকিরহাট, কচুয়া, চিতলমারী উপজেলার বেশকিছু এলাকায় পান, সবজি ও মাছের ঘের তলিয়ে গেছে।

পোলঘাট গ্রামের বাসিন্দা মুরাদ বলেন, ভৈরব নদীর জোয়ারের পানি রাস্তার উপচে আমাদের গ্রামের বাড়ি ঘর তলিয়ে গেছে। এ ছাড়া গত চার দিনের টানা বর্ষণে বসত ঘর ও বাগানে পানিতে তলিয়ে রয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি নামতে পারছে না।

মাঝিডাঙ্গা গ্রামের জরিনা বেগম বলেন, বাড়ির উঠানে হাঁটু পানি জমে রয়েছে। পানির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।

কাড়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য জাহিদুর রহমান বলেন, আমার ওয়ার্ডের কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি বাগানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নামার ব্যবস্থা না থাকায় এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের টানা বর্ষণে জলবদ্ধতা সৃষ্টি হয়ে পান ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি তার এলাকার খালগুলো সংষ্কারের দাবি জানিয়েছেন।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আফতাব উদ্দিন বলেন, গত এক সপ্তায় বাগেরহাট জেলায় প্রায় তিনশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির পানিতে কৃষি জমির বীজতলা ও সবজি এবং পানের বরাজ তলিয়ে গেছে। বাগেরহাটে প্রায় দেড় হাজার হেক্টর পানের বরজ ও আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার বলেন, টানা বর্ষণ জোয়ারের পানিতে সদর উপজেলা ও চিতলমারিসহ বিভিন্ন এলাকার ১০ হাজার মৎস্য ঘের তলিয়ে গেছে। প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে।