ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ড আমাদের সঙ্গে ৮০০ করে, বাংলাদেশও হারায়

কিছু দিন আগেই ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ঘুরে দাঁড়ানো লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে শান মাসুদের দল। প্রথম ইনিংস ৫০০ এর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে তারা।

নিজেদের প্রথম ইনিংসে জো রুটের ডাবল সেঞ্চুরির সঙ্গে হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। যা পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। পাকিস্তানের এমন পারফরম্যান্সে বেশ হতাশ দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের হতাশা ঝেড়েছেন তিনি।

পিটিভি স্পোর্টসে শোয়েব বলেন, ‘দশকজুড়েই আমি অধঃপতন দেখছি। পরিস্থিতি হতাশার। হারতেই পারে, কিন্তু খেলাটা অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল। তবে গত দুই দিনে যা দেখেছি, তারা পুরোপুরিই আশা ছেড়ে দিয়েছে। এটাই দেখিয়ে দেয় আমাদের যথেষ্ট সামর্থ্য নেই। ইংল্যান্ড আমাদের সঙ্গে ৮০০–এর বেশি করে, বাংলাদেশও হারায়।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে তলানিতে আছে পাকিস্তান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শোয়েব আরও বলেন, ‘সমর্থকেরা বলছে টেস্ট থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা উচিত। আমাদের খেলা উচিত নয়। পাকিস্তানকে নতুন করে দল গঠনের জন্য দুই বছর সময় দেওয়া হোক। এমন অনেক মন্তব্য আমার কাছে এসেছে। অনেক দল ভাবছে, এমনকি আইসিসি ভাবছে, পাকিস্তানে কি দল পাঠিয়ে তাদের টেস্ট স্ট্যাটাস বাঁচিয়ে রাখা উচিত কি না। এই হার আসলে হৃদয় ভেঙে দিয়েছে। এটা পাকিস্তান ক্রিকেট, সমর্থক ও আসন্ন প্রতিভার জন্য অনেক কষ্টের। পিসিবিকে অনুরোধ করছি বিশৃঙ্খলা ঠিক করতে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইংল্যান্ড আমাদের সঙ্গে ৮০০ করে, বাংলাদেশও হারায়

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

কিছু দিন আগেই ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ঘুরে দাঁড়ানো লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে শান মাসুদের দল। প্রথম ইনিংস ৫০০ এর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে তারা।

নিজেদের প্রথম ইনিংসে জো রুটের ডাবল সেঞ্চুরির সঙ্গে হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। যা পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। পাকিস্তানের এমন পারফরম্যান্সে বেশ হতাশ দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের হতাশা ঝেড়েছেন তিনি।

পিটিভি স্পোর্টসে শোয়েব বলেন, ‘দশকজুড়েই আমি অধঃপতন দেখছি। পরিস্থিতি হতাশার। হারতেই পারে, কিন্তু খেলাটা অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল। তবে গত দুই দিনে যা দেখেছি, তারা পুরোপুরিই আশা ছেড়ে দিয়েছে। এটাই দেখিয়ে দেয় আমাদের যথেষ্ট সামর্থ্য নেই। ইংল্যান্ড আমাদের সঙ্গে ৮০০–এর বেশি করে, বাংলাদেশও হারায়।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে তলানিতে আছে পাকিস্তান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শোয়েব আরও বলেন, ‘সমর্থকেরা বলছে টেস্ট থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা উচিত। আমাদের খেলা উচিত নয়। পাকিস্তানকে নতুন করে দল গঠনের জন্য দুই বছর সময় দেওয়া হোক। এমন অনেক মন্তব্য আমার কাছে এসেছে। অনেক দল ভাবছে, এমনকি আইসিসি ভাবছে, পাকিস্তানে কি দল পাঠিয়ে তাদের টেস্ট স্ট্যাটাস বাঁচিয়ে রাখা উচিত কি না। এই হার আসলে হৃদয় ভেঙে দিয়েছে। এটা পাকিস্তান ক্রিকেট, সমর্থক ও আসন্ন প্রতিভার জন্য অনেক কষ্টের। পিসিবিকে অনুরোধ করছি বিশৃঙ্খলা ঠিক করতে।’