ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল নিলামকে ‘হাস্যকর’ বলে ভনের কটূক্তি

বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চাহিদা আকাশচুম্বী। এই আসরের নিলামের দিকে তাকিয়ে থাকেন ক্রিকেটাররাও। প্রতিবারের মতো এবারও জাঁকজমকভাবে আয়োজিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। তবে এবারের নিলামকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসর বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই আসরকে ঘিরে এবারও চারদিকে উন্মাদনা। পার্থ টেস্ট চলাকালেই শুরু হবে আইপিএল নিলাম। যে কারণে নিলামকে ‘হাস্যকর’ বলেছেন ভন। তার মতে, খেলার মাঝে নিলাম হলে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের মন খেলার মাঠের বদলে নিলামের টেবিলেই পড়ে থাকবে।

শুক্রবার (২২ নভেম্বর) পার্থে শুরু হবে দুই দলের লড়াই। একদিন বাদেই সৌদি আরবের রিয়াদে রোববার ও পরেরদিন সোমবার হবে ২০২৫ আইপিএলের নিলাম। তাতে ধারণা করা হচ্ছে, টেস্ট চলাকালে ক্রিকেটারদের নজর নিলামের দিকেও থাকবে।এবারের আসরের নিলামে নাম দিয়েছেন বিভিন্ন দেশের মোট এক হাজার ৫৭৪ জন ক্রিকেটার। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার বিবেচনায় চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন। এদের মধ্যে ভারতীয় ক্রিকেটার ৩৬৬ জন, বিদেশি ২০৮ জন। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ানই ৩৭জন।

কোডস্পোর্টসের সঙ্গে আলাপকালে ভন বলেছেন, দুই দুই টেস্টের মাঝের বিরতির সময়টাতে নিলাম আয়োজন করতে পারতো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার ভাষ্য, “প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর।”

“প্রথম ও দ্বিতীয়টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। আপনার তো জানা কথাই যে টেশ্ত খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি (নিলাম আয়োজন) করতে হবে, সেটা আমার বোধগাম্য হচ্ছে না।”- আরও যোগ করেন ভন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আইপিএল নিলামকে ‘হাস্যকর’ বলে ভনের কটূক্তি

আপডেট টাইম : ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চাহিদা আকাশচুম্বী। এই আসরের নিলামের দিকে তাকিয়ে থাকেন ক্রিকেটাররাও। প্রতিবারের মতো এবারও জাঁকজমকভাবে আয়োজিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। তবে এবারের নিলামকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসর বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই আসরকে ঘিরে এবারও চারদিকে উন্মাদনা। পার্থ টেস্ট চলাকালেই শুরু হবে আইপিএল নিলাম। যে কারণে নিলামকে ‘হাস্যকর’ বলেছেন ভন। তার মতে, খেলার মাঝে নিলাম হলে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের মন খেলার মাঠের বদলে নিলামের টেবিলেই পড়ে থাকবে।

শুক্রবার (২২ নভেম্বর) পার্থে শুরু হবে দুই দলের লড়াই। একদিন বাদেই সৌদি আরবের রিয়াদে রোববার ও পরেরদিন সোমবার হবে ২০২৫ আইপিএলের নিলাম। তাতে ধারণা করা হচ্ছে, টেস্ট চলাকালে ক্রিকেটারদের নজর নিলামের দিকেও থাকবে।এবারের আসরের নিলামে নাম দিয়েছেন বিভিন্ন দেশের মোট এক হাজার ৫৭৪ জন ক্রিকেটার। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার বিবেচনায় চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন। এদের মধ্যে ভারতীয় ক্রিকেটার ৩৬৬ জন, বিদেশি ২০৮ জন। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ানই ৩৭জন।

কোডস্পোর্টসের সঙ্গে আলাপকালে ভন বলেছেন, দুই দুই টেস্টের মাঝের বিরতির সময়টাতে নিলাম আয়োজন করতে পারতো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার ভাষ্য, “প্রথম টেস্টের মাঝপথে তারা আইপিএলের নিলাম আয়োজন করেছে, আমি এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। আমার মতে, এটা হাস্যকর।”

“প্রথম ও দ্বিতীয়টেস্টের মাঝে ৯ দিনের একটি বিরতি আছে। আপনার তো জানা কথাই যে টেশ্ত খেলার কারণে ক্রিকেটাররা চাপে থাকবে, তখন কেন এটি (নিলাম আয়োজন) করতে হবে, সেটা আমার বোধগাম্য হচ্ছে না।”- আরও যোগ করেন ভন।