ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনাকে চারে তুললেন মিরাজ

জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ১৫৩ রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঝারি এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই দলকে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৭০ রান করে তিনি যখন আউট হলেন, তখন খুলনা টাইগার্সের দরকার মাত্র ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। তার পরও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে খুলনাকে (১৫৬/৪), ১ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে।

মোহাম্মদ নাঈমকে নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান তুলেছিলেন মিরাজ। নাঈমের বিদায়ে এই জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা আফিফ বেশি সময় টিকতে পারেননি। তবে ২৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মিরাজ ৭০ রান করলে লক্ষ্যচ্যুত হতে হয়নি খুলানকে। গতকালের জয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে খুলনা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদারকে হারায় তারা। তবে শুরুর ধাক্কা তারা কাটিয়ে উঠে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটিংদৃঢ়তায়। শুধু ধাক্কাই কাটাননি তাঁরা, দলের রানের চাকাকেও গতিশীল করে তুলেছিলেন। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।

এই জুটি যখন ব্যাট করছিলেন, তখন মনে হয়েছিল, বড় স্কোরই গড়বে সিলেট। ৬টি চার ও ৪টি ছয়ে ৩২ বলে ৫৮ রান করে যখন আউট হলেন মানসি, তখনো ৭.৪ ওভারে সিলেট স্ট্রাইকার্সের রান ৭৫। কিন্তু এই জুটি ছিন্ন হওয়ার পর পরের ব্যাটাররা আর ভালো কিছু করতে পারেননি। মানসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ করেন জাকির হাসান। ৩২ বলের এই ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছয়। মানসি ও জাকিরের বাইরে রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আর একজনই—সুমন খান (১২)। ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খুলনাকে চারে তুললেন মিরাজ

আপডেট টাইম : এক ঘন্টা আগে

জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ১৫৩ রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঝারি এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই দলকে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৭০ রান করে তিনি যখন আউট হলেন, তখন খুলনা টাইগার্সের দরকার মাত্র ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। তার পরও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে খুলনাকে (১৫৬/৪), ১ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে।

মোহাম্মদ নাঈমকে নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান তুলেছিলেন মিরাজ। নাঈমের বিদায়ে এই জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা আফিফ বেশি সময় টিকতে পারেননি। তবে ২৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মিরাজ ৭০ রান করলে লক্ষ্যচ্যুত হতে হয়নি খুলানকে। গতকালের জয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে খুলনা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদারকে হারায় তারা। তবে শুরুর ধাক্কা তারা কাটিয়ে উঠে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটিংদৃঢ়তায়। শুধু ধাক্কাই কাটাননি তাঁরা, দলের রানের চাকাকেও গতিশীল করে তুলেছিলেন। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।

এই জুটি যখন ব্যাট করছিলেন, তখন মনে হয়েছিল, বড় স্কোরই গড়বে সিলেট। ৬টি চার ও ৪টি ছয়ে ৩২ বলে ৫৮ রান করে যখন আউট হলেন মানসি, তখনো ৭.৪ ওভারে সিলেট স্ট্রাইকার্সের রান ৭৫। কিন্তু এই জুটি ছিন্ন হওয়ার পর পরের ব্যাটাররা আর ভালো কিছু করতে পারেননি। মানসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ করেন জাকির হাসান। ৩২ বলের এই ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছয়। মানসি ও জাকিরের বাইরে রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আর একজনই—সুমন খান (১২)। ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।