অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ফাইনালে দুর্দান্ত এক শতক হাঁকালেন মাইকেল ওয়েন। তাতে ডেভিড ওয়ার্নারের সিডনি থান্ডারকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতল হোবার্ট হারিকেন্স।
হোবার্টের বেলেরিভ ওভালে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানে থামে থান্ডার। বিশাল এই রানকে কোনো পাত্তাই দেয়নি হোবার্ট। ওয়েনের ৪২ বলে ১০৮ রানের ইনিংসে ৭ উইকেট ও ৩৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় নাথান এলিসের দল।
থান্ডারের হয়ে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক ওয়ার্নার ও জেসন সাংহা। তবে নাথান এলিস আর রাইলি মেরেডিথের পেস তোপে পড়ে মাঝের ওভারগুলোতে দিশেহারা হয়ে থান্ডার। সাংহা ৪২ বলে ৬৭ ও ওয়ার্নার ৩২ বলে ৪৮ রান করেন। দলের অন্য কেউ ত্রিশ রানের ইনিংসও খেলতে পারেননি। এলিস ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩টি ও মেরেডিথ সমান ওভারে ২৭ রান দিয়ে সমান উইকেট নেন।
বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় শুরু করেন ওয়েন। প্রথম ৪ ওভারেই ৭৪ রান করে ফেলে হোবার্ট। সেলেব জুয়েলের সঙ্গে উব্দোধনী জুটিতেই ১০৯ রান যোগ করেন ওয়েন। যেখানে জুয়েলের অবদান মাত্র ১৩ রানের। ১৬ বলে ব্যক্তিগত অর্ধশতক আদায় করেন ওয়েন। বিগ ব্যাশের ফাইনালের ইতিহাসে যা সবচেয়ে দ্রুততম। পরে ওয়েন সেঞ্চুরি করেন মাত্র ৩৯ বলে। বিগ ব্যাশের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এটি। ২০১৪ সালে ক্রেইগ সিমনসের গড়া রেকর্ডে ভাগ বসান তিনি।
শেষ পর্যন্ত ৪২ বলে ১০৮ রান করে থামেন ওয়েন। তৃতীয় ব্যাটার হিসেবে দলীয় ১৩৯ রানে আউট হন তিনি। এর আগেই ১ রান করে বিদায় নেন নিখিল চৌধুরী। তবে জয়ের পথ কঠিন হতে দেননি বেন ম্যাকডারমট ও ম্যাথু ওয়েড। ৪৬ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই দুজন। ঘরের মাঠে শিরোপার আনন্দে ভাসে হোবার্ট।