ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের অধিনায়ক হতে ‘পুরোটাই তৈরি’ তাইজুল

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। অনেকদিন ধরে চাপে আছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ব্যাট হাতে অনেকদিন ধরেই রান পাচ্ছিলেন না তিনি। তার অধিনায়কত্বে পাকিস্তান সফরে দল ভালো করলেও ব্যর্থ হয় ভারতে। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও হেরে যায় বাংলাদেশ।

সবকিছু মিলিয়ে অধিনায়কত্ব ছাড়ার আগ্রহ দেখান শান্ত। গত শনিবার সেটা দেশের ক্রিকেটাঙ্গনে চাউড় হয় আজ শনিবার দুপুরে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত। জানা যায়, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি।

যদিও অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি শান্ত। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত না এসে তাইজুল ইসলাম এসেছেন। আজ সোমবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের প্রেস বক্সে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এই স্পিনার।

সংবাদ সম্মেলনে তাইজুলের কাছে জানতে চাওয়া হয়, টেস্টে তাকে যদি অধিনায়কত্ব দেওয়া হয়, তাহলে কতটা প্রস্তুত তিনি। জবাবে টেস্টে দেশের সর্বোচ্চ এই উইকেটশিকারী বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরি।’

দলে নিজের অবদান রাখার প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আমার কাছে মনে হয়, অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে আটকানো যায়, এই হেল্পগুলো আমি কখনো কখনো করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশের অধিনায়ক হতে ‘পুরোটাই তৈরি’ তাইজুল

আপডেট টাইম : ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। অনেকদিন ধরে চাপে আছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ব্যাট হাতে অনেকদিন ধরেই রান পাচ্ছিলেন না তিনি। তার অধিনায়কত্বে পাকিস্তান সফরে দল ভালো করলেও ব্যর্থ হয় ভারতে। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও হেরে যায় বাংলাদেশ।

সবকিছু মিলিয়ে অধিনায়কত্ব ছাড়ার আগ্রহ দেখান শান্ত। গত শনিবার সেটা দেশের ক্রিকেটাঙ্গনে চাউড় হয় আজ শনিবার দুপুরে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত। জানা যায়, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি।

যদিও অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি শান্ত। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত না এসে তাইজুল ইসলাম এসেছেন। আজ সোমবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের প্রেস বক্সে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এই স্পিনার।

সংবাদ সম্মেলনে তাইজুলের কাছে জানতে চাওয়া হয়, টেস্টে তাকে যদি অধিনায়কত্ব দেওয়া হয়, তাহলে কতটা প্রস্তুত তিনি। জবাবে টেস্টে দেশের সর্বোচ্চ এই উইকেটশিকারী বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরি।’

দলে নিজের অবদান রাখার প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আমার কাছে মনে হয়, অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে আটকানো যায়, এই হেল্পগুলো আমি কখনো কখনো করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’