ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ বিকেলে আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

দীর্ঘ দিন পর নিজেদের পছন্দের সংস্করণ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ। শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ২২ গজের ময়দানী লড়াই। টেস্টের হতাশা কাটিয়ে এক দিনের ক্রিকেটে ভালো করার আশায় নাজমুল হোসেন শান্তরা।

যদিও শারজায় আফগানিস্তানের রেকর্ড বেশ ভালো। এ বছর সেখানে পাঁচটি ওয়ানডে খেলে চারটিতেই জিতেছে তারা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। শারজায় বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। উজ্জীবিত আফগানরা চাইবে সাফল্য ধরে রাখতে। আর বাংলাদেশের লক্ষ্য টেস্টের হতাশা কাটিয়ে জয়ের ছন্দে ফেরা। ওয়ানডে সংস্করণ হওয়ায় নিজেদের শক্তির ওপর আস্থা রাখছে তারা। এ সিরিজ নিয়ে তাওহিদ হৃদয় বলেছিলেন- ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে (ওয়ানডে) আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

মার্চে সবশেষ শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর তাদের ব্যস্ততা ছিল টি-টোয়েন্টি বিশ্বিকাপ ও টেস্ট নিয়ে। সবশেষ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে হারের পর তারা উড়াল দিয়েছে আরব আমিরাতে। সেখানে আফগানিস্তান সিরিজ দিয়ে আট মাস পর এ সংস্করণে ফিরছে লাল-সবুজরা।

তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনা প্রভাব ফেলেছে দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে ফিল সিমন্সকে। সাকিব আল হাসান ইস্যু তো ক্রিকেটপাড়ার সবচেয়ে আলোচিত ইস্যু। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত নিরাপত্তাঝুঁকির কারণে তার দেশে আসা হয়নি। দুবাই থেকে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত যেতে হয়েছে। আফগানিস্তান সিরিজের দলেও নেই সাকিব।

আবার দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনই জানা যায়, তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। এ নিয়ে কম আলোচনা হয়নি। যদিও শান্তর নেতৃত্বেই আরব আমিরাত সফর করছে বাংলাদেশ দল। তবে মাঠে ও মাঠের বাইরের সব আলোচনা ছাপিয়ে টাইগাররা এখন খেলার দিকে মনোযোগ দিতে চান। নিজেদের পছন্দের সংস্করণ হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে উন্মুখ হয়ে আছেন তারা। আর এজন্য শুরুটা ভালো চান নাজমুল হোসেন। আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যান সমৃদ্ধ বাংলাদেশের। জয়ের পাল্লা টাইগারদের ভারী। আগের ১৬ সাক্ষাতে ১০ জয়ের বিপরীতে তাদের হার ছয়টি। সবশেষ তিন সাক্ষাতেও জয়ী দলের নাম বাংলাদেশ। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ^কাপে। ধর্মশালায় ৬ উইকেটে ম্যাচটি জিতেছিল টাইগাররা। এবার নিরপেক্ষ ভেন্যু শারজায় আফগানদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে চান নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আজ বিকেলে আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

দীর্ঘ দিন পর নিজেদের পছন্দের সংস্করণ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ। শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ২২ গজের ময়দানী লড়াই। টেস্টের হতাশা কাটিয়ে এক দিনের ক্রিকেটে ভালো করার আশায় নাজমুল হোসেন শান্তরা।

যদিও শারজায় আফগানিস্তানের রেকর্ড বেশ ভালো। এ বছর সেখানে পাঁচটি ওয়ানডে খেলে চারটিতেই জিতেছে তারা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। শারজায় বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। উজ্জীবিত আফগানরা চাইবে সাফল্য ধরে রাখতে। আর বাংলাদেশের লক্ষ্য টেস্টের হতাশা কাটিয়ে জয়ের ছন্দে ফেরা। ওয়ানডে সংস্করণ হওয়ায় নিজেদের শক্তির ওপর আস্থা রাখছে তারা। এ সিরিজ নিয়ে তাওহিদ হৃদয় বলেছিলেন- ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে (ওয়ানডে) আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

মার্চে সবশেষ শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। এরপর তাদের ব্যস্ততা ছিল টি-টোয়েন্টি বিশ্বিকাপ ও টেস্ট নিয়ে। সবশেষ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে হারের পর তারা উড়াল দিয়েছে আরব আমিরাতে। সেখানে আফগানিস্তান সিরিজ দিয়ে আট মাস পর এ সংস্করণে ফিরছে লাল-সবুজরা।

তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনা প্রভাব ফেলেছে দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে ফিল সিমন্সকে। সাকিব আল হাসান ইস্যু তো ক্রিকেটপাড়ার সবচেয়ে আলোচিত ইস্যু। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত নিরাপত্তাঝুঁকির কারণে তার দেশে আসা হয়নি। দুবাই থেকে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত যেতে হয়েছে। আফগানিস্তান সিরিজের দলেও নেই সাকিব।

আবার দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনই জানা যায়, তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। এ নিয়ে কম আলোচনা হয়নি। যদিও শান্তর নেতৃত্বেই আরব আমিরাত সফর করছে বাংলাদেশ দল। তবে মাঠে ও মাঠের বাইরের সব আলোচনা ছাপিয়ে টাইগাররা এখন খেলার দিকে মনোযোগ দিতে চান। নিজেদের পছন্দের সংস্করণ হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে উন্মুখ হয়ে আছেন তারা। আর এজন্য শুরুটা ভালো চান নাজমুল হোসেন। আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যান সমৃদ্ধ বাংলাদেশের। জয়ের পাল্লা টাইগারদের ভারী। আগের ১৬ সাক্ষাতে ১০ জয়ের বিপরীতে তাদের হার ছয়টি। সবশেষ তিন সাক্ষাতেও জয়ী দলের নাম বাংলাদেশ। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ^কাপে। ধর্মশালায় ৬ উইকেটে ম্যাচটি জিতেছিল টাইগাররা। এবার নিরপেক্ষ ভেন্যু শারজায় আফগানদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে চান নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।