বাঙালী কণ্ঠ নিউজঃ যুক্তির আলোয় জেগে ওঠো নব প্রাণে এ প্রতিপাদ্যে ধারণ করে মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা, রাষ্ট্রবিজ্ঞান বিতর্কসভা’র অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতর্কসভার প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার।
এসময় বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক বশির আহামেদ, ফুয়াদ খান, শামিমা নাসরিন, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল।
পরে সুবর্ণ মাহযাবিনকে সভাপতি ও জেনিফার জাকিরকে সাধারণ সম্পাদক করে রাষ্ট্রবিজ্ঞান বিতর্কসভার গঠিত কমিটির অভিষেক ও প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়।