ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১০ হাজারের মধ্য থেকে আসছে সেরা ২০ গান

অবশেষে প্রকাশ হচ্ছে ‘ধ্রুব মিউজিক আমার গান’-এ অংশ নেওয়া বিজয়ীদের সেরা গানগুলো। আগামী ১৬ জানুয়ারী থেকে পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও দেশি-আর্ন্তজিাতিক একাধিক অ্যাপে।

জানা গেছে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার গানের মধ্য থেকে নির্বাচিত হয় ১ হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০ গান। এরপর চূড়ান্ত ফলাফলে সেরা-২০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এই সেরাদের তালিকায় আছেন অনিরুদ্ধ শুভ, সৌরভ অধিরাজ, স্বর্ণা দাস তৃষা, আহমেদ সজীব, অজয় দেব, বেলাল হোসেন রিজু, বাউল রাসেল, এহসান রানা, পায়গাম রাব্বানী, জ্যোতি, নিশান্ত আর রহমান জোনেক্স, আব্দুল্লাহ আল মামুন, সম্রাট আহমেদ, এস কে বিপুল সরকার, নাহিদ হাসান, জয়ন্ত কুমার, দৃপ্ত, অংশুক রায়, এহেতেশাম রোমেল এবং জয়।

আর প্রভিভা অন্বেষনের এই আয়োজনে বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, শাওন গানওয়ালা, কিশোর দাস, কাজী শুভ ও বেলাল খান।

এই আয়োজনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সংগীতের প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। এই আয়োজনের মধ্যদিয়ে আমাদের ইন্ডাস্ট্রি সংগীতের একঝাক অলরাউন্ডার পেতে যাচ্ছে। আমরা শুরু থেকেই প্রতিভার মূল্য দিয়ে আসছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১০ হাজারের মধ্য থেকে আসছে সেরা ২০ গান

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ‘ধ্রুব মিউজিক আমার গান’-এ অংশ নেওয়া বিজয়ীদের সেরা গানগুলো। আগামী ১৬ জানুয়ারী থেকে পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও দেশি-আর্ন্তজিাতিক একাধিক অ্যাপে।

জানা গেছে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার গানের মধ্য থেকে নির্বাচিত হয় ১ হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০ গান। এরপর চূড়ান্ত ফলাফলে সেরা-২০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এই সেরাদের তালিকায় আছেন অনিরুদ্ধ শুভ, সৌরভ অধিরাজ, স্বর্ণা দাস তৃষা, আহমেদ সজীব, অজয় দেব, বেলাল হোসেন রিজু, বাউল রাসেল, এহসান রানা, পায়গাম রাব্বানী, জ্যোতি, নিশান্ত আর রহমান জোনেক্স, আব্দুল্লাহ আল মামুন, সম্রাট আহমেদ, এস কে বিপুল সরকার, নাহিদ হাসান, জয়ন্ত কুমার, দৃপ্ত, অংশুক রায়, এহেতেশাম রোমেল এবং জয়।

আর প্রভিভা অন্বেষনের এই আয়োজনে বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, শাওন গানওয়ালা, কিশোর দাস, কাজী শুভ ও বেলাল খান।

এই আয়োজনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সংগীতের প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। এই আয়োজনের মধ্যদিয়ে আমাদের ইন্ডাস্ট্রি সংগীতের একঝাক অলরাউন্ডার পেতে যাচ্ছে। আমরা শুরু থেকেই প্রতিভার মূল্য দিয়ে আসছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’