ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর মালয়েশিয়ায় আজ থেকে শুরু হচ্ছে। ১৬ দলের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ মাঠে নামছে আজ। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল।

বিশ্বকাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি, আমি জানি আমার দলের শক্তির জায়গা কী, আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

বিশ্বকাপে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দল শ্রীলংকা সফর করেছে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে তারা। উল্লেখযোগ্য দিক হলো, প্রথম দুই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সেভাবে লড়াই করতে পারেনি। প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেট ও দ্বিতীয় টি-টোয়েন্টি ৬৫ রানে হেরে যায় তারা। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেট ও চতুর্থ ও শেষ ম্যাচে ২১ রানে পাওয়া জয়ে সিরিজ সমতায় (২-২) শেষ করে তারা। এতে আত্মবিশ্বাসও বেড়েছে নারীদের। এ ছাড়া সম্প্রতি মালয়েশিয়াতেই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সেখানে এবার বিশ^কাপ খেলবে তারা।

প্রসঙ্গত, ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ছাড়াও অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর মালয়েশিয়ায় আজ থেকে শুরু হচ্ছে। ১৬ দলের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ মাঠে নামছে আজ। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল।

বিশ্বকাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি, আমি জানি আমার দলের শক্তির জায়গা কী, আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

বিশ্বকাপে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দল শ্রীলংকা সফর করেছে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে তারা। উল্লেখযোগ্য দিক হলো, প্রথম দুই ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সেভাবে লড়াই করতে পারেনি। প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেট ও দ্বিতীয় টি-টোয়েন্টি ৬৫ রানে হেরে যায় তারা। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেট ও চতুর্থ ও শেষ ম্যাচে ২১ রানে পাওয়া জয়ে সিরিজ সমতায় (২-২) শেষ করে তারা। এতে আত্মবিশ্বাসও বেড়েছে নারীদের। এ ছাড়া সম্প্রতি মালয়েশিয়াতেই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সেখানে এবার বিশ^কাপ খেলবে তারা।

প্রসঙ্গত, ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ছাড়াও অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।