আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে বাংলাদেশসহ বেশিরভাগ দেশই তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। একটু দেরি হলেও আজ শনিবার প্রাথমিক দল ঘোষণা করল ভারতও। সেই সঙ্গে চ্যাম্পিয়নসট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলও এটি।
ভারতের দল ঘোষণায় বড় চমকের মধ্যে আছে পেসার মোহাম্মদ সিরাজ ও উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসনকে দলে না রাখা। উইকেটকিপার হিসেবে ভারত আস্থা রেখেছে রিশাভ পান্ত ও লোকেশ রাহুলের ওপর।
ঘোষিত এই ১৫ জনের দলের অধিনায়কত্ব যথারীতি রোহিত শর্মাই করবেন। তার সহকারী হিসেবে রাখা হয়েছে টপ অর্ডারের আরেক ব্যাটার শুভমান গিলকে। জাসপ্রিত বুমরাহকে নিয়ে ইনজুরির উদ্বেগ থাকলেও ১৫ সদস্যের দলে জায়গা দেওয়া হয়েছে তাকে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আরশদীপ সিং।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। ৯ মার্চের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৮ দলের এই টুর্নামেন্টের। সবশেষ এশিয়া কাপের মতো এই টুর্নামেন্টেও হাইব্রিড পদ্ধতিতে খেলবে ভারত। দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রোহিত শর্মার দল।