ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাট

নেত্রকোনার বারহাট্টায় রাতের আঁধারে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে থাকা দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়।

উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস নয়ন  জানান, দীর্ঘদিন ধরে চিরাম ইউনিয়নে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার জন্য নৈহাটি বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। এছাড়া নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাতে আনুমানিক ৯টার সময় কিছু দুষ্কৃতকারী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।

তিনি বলেন, ‘এ ঘটনা বিএনপির জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়েছে। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার বিকেলে নৈহাটি বাজারে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।’

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মো. কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল জানান, চিরাম ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে নৈহাটি বাজারে একটি দলীয় কার্যালয় করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও জানান, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাট

আপডেট টাইম : ৩৭ মিনিট আগে

নেত্রকোনার বারহাট্টায় রাতের আঁধারে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে থাকা দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়।

উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস নয়ন  জানান, দীর্ঘদিন ধরে চিরাম ইউনিয়নে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার জন্য নৈহাটি বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। এছাড়া নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাতে আনুমানিক ৯টার সময় কিছু দুষ্কৃতকারী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।

তিনি বলেন, ‘এ ঘটনা বিএনপির জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়েছে। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার বিকেলে নৈহাটি বাজারে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।’

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মো. কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল জানান, চিরাম ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে নৈহাটি বাজারে একটি দলীয় কার্যালয় করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও জানান, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।