রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে।
নিহত সাজু মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। বর্তমানে মুগদার মান্ডা ঝিলপাড় এলাকায় স্ত্রী জেসমিন ও দুই বছর বয়সী এক পুত্র সন্তান কে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সাজু’রা ছিল তিন ভাই এক বোন। সাজু মোল্লা পল্টনের জনৈক একজনের প্রাইভেটকার চালক ছিল।
নিহতের ভাই আলমগীর মোল্লা বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে মুগদা বাসার নিজ এলাকায় থেকে পল্টন তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে তার চাচাতো ভাই বায়জিদের রিকশায় করে যায়। বায়জিদ তাকে পল্টন বিজয় নগর নামিয়ে দেয়। সেখান থেকে সাজু পায়ে হেটে পাশের গলি দিয়ে ডুকে যায়। বায়জিদ চলে যাওয়ার সময়ে একটি চিৎকার শুনতে পায়, তবে গিয়ে কিছুই দেখতে না পেয়ে চলে আসে। কিছু সময় পর শুনতে পাই সাজু ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। পরে সেখান থেকে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তখন সেখানকার চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষার পর ভোর সাড়ে চার টায় মৃত ঘোষণা করেন ।
নিহতের ভাই আরও বলেন, সেখানে কে বা কারা তাকে ছুরিকাঘাতে আহত করেছিল, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি। তবে তার কাছে মোবাইল মানিব্যাগ ছিল তা পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, হয়তো ছিনতাইকারীরা তাকে আহত করে ঐগুলো নিয়ে পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।