কুয়েতে মানবপাচার ও স্ট্যাম্প জালিয়াতির মামলায় ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।আজ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে মানবপাচারে জড়িত দুই বাংলাদেশি প্রতি ভিসার জন্য শ্রমিকদের থেকে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ দিনার পর্যন্ত অবৈধ ফি নিয়েছেন। গ্রেপ্তার অন্য বাংলাদেশির থেকে প্রচুর পরিমাণে জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। তবে নিরাপত্তাতার স্বার্থে তাদের পরিচয় জানা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রলায় নিশ্চিত করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।