ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক নিয়ে যা বললেন শাওন

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তথ্যটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। নেটিজেনরা প্রকাশ করছেন তাদের নানা মত।

এবার সেই তালিকায় যুক্ত হলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। গতকাল রাতে নতুন পোশাকে তিন বাহিনীর একটি ছবি ফেসবুকে শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না, সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রঙ কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে, সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।’

শাওন আরও লিখেছেন, ‘আমার শুধু একটাই কৌতুহল। এই তিন বাহিনীর সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন, তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন?’

এদিকে, গেল শুক্রবার রাজধানীতে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা সজোরে ধাক্কা দেয় অভিনেত্রীকে। দুর্ঘটনায় বাঁ পায়ে গুরুতর চোট পান শাওন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক নিয়ে যা বললেন শাওন

আপডেট টাইম : ৪৫ মিনিট আগে

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তথ্যটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। নেটিজেনরা প্রকাশ করছেন তাদের নানা মত।

এবার সেই তালিকায় যুক্ত হলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। গতকাল রাতে নতুন পোশাকে তিন বাহিনীর একটি ছবি ফেসবুকে শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না, সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রঙ কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে, সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।’

শাওন আরও লিখেছেন, ‘আমার শুধু একটাই কৌতুহল। এই তিন বাহিনীর সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন, তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন?’

এদিকে, গেল শুক্রবার রাজধানীতে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা সজোরে ধাক্কা দেয় অভিনেত্রীকে। দুর্ঘটনায় বাঁ পায়ে গুরুতর চোট পান শাওন।