ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’ ঊষা

ডোনাল্ড ট্রাম্প গত বছর জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাবার সময়, ভাইস প্রেসিডেন্ট পদে তার সঙ্গী হিসেবে জে ডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। ওহাইও রাজ্যের সেনেটর ৩৯ বছর বয়সী ভ্যান্স রিপাবলিকান দলের তৃণমূল সমর্থকদের কাছে পরিচিত নাম হলেও, অনেকের মনোযোগ আকর্ষণ করেন তার স্ত্রী। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স টিকেট জয়ী হওয়ার ফলে, ৩৮ বছর বয়স্ক ঊষা চিলুকুরি ভ্যান্স হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি।’ গতকাল সোমবার জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ঊষা ভ্যান্স আনুষ্ঠানিকভাবে সেকেন্ড লেডি হিসেবে তাঁর স্থান গ্রহণ করলেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত বাবা-মার সন্তান ঊষা চিলুকুরির জন্ম যুক্তরাষ্ট্রে, ১৯৮৬ সালের ৬ জানুয়ারি, ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়েগো শহরে। তার তেলুগু-ভাষী বাবা এবং মা ভারতের অন্ধ্র প্রদেশের চিলাকালুরিপেতা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

ঊষা চিলুকুরির বাবা ক্রিশ সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন শিক্ষক এবং তার মা লাক্সমি, একজন মেরিন মোলকিউলার বায়োলজিস্ট। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর সিক্সথ কলেজের প্রভোস্ট।

দ্য সান ডিয়েগো টাইমস এর এক প্রতিবেদন অনুযায়ী, চিলুকুরি ২০০৭ সালে ইয়েল ইউনিভারসিটি থেকে ইতিহাসে ব্যাচেলর’স ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ব্রিটেনের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ কেমব্রিজ ইউনিভারসিটি থেকে আধুনিক যুগের শুরুর দিকের ইতিহাস নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন।এরপর চিলুকুরি নজর দেন আইন পেশায় ক্যারিয়ার গড়ে তোলার দিকে। তিনি ফিরে যান ইয়েল বিশ্ববিদ্যালয়ে, যার ল’ স্কুল থেকে তিনি ২০১৩ সালে ডক্টর অফ ল’ ডিগ্রি সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এবিসি’র এক রিপোর্ট অনুযায়ী, একই সময় তিনি চীনের গুয়াংজুর সান ইয়াত সেন বিশ্ববিদ্যালয়ে ইয়েল-চীন টিচিং ফেলও হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাস পড়ান।

ইয়েল ল’ স্কুলে পড়াশোনার সময়ই ঊষা চিলুকুরির পরিচয় হয় জে ডি ভ্যান্সের সাথে। পরের বছর, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে।

টেলিভিশন চ্যানেল সিএনএন-এর এক রিপোর্ট অনুযায়ী, জে ডি ভ্যান্স ২০১৯ সালে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তবে ঊষা ভ্যান্স তার পারিবার ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’ ঊষা

আপডেট টাইম : এক ঘন্টা আগে

ডোনাল্ড ট্রাম্প গত বছর জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাবার সময়, ভাইস প্রেসিডেন্ট পদে তার সঙ্গী হিসেবে জে ডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। ওহাইও রাজ্যের সেনেটর ৩৯ বছর বয়সী ভ্যান্স রিপাবলিকান দলের তৃণমূল সমর্থকদের কাছে পরিচিত নাম হলেও, অনেকের মনোযোগ আকর্ষণ করেন তার স্ত্রী। নভেম্বরের নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স টিকেট জয়ী হওয়ার ফলে, ৩৮ বছর বয়স্ক ঊষা চিলুকুরি ভ্যান্স হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি।’ গতকাল সোমবার জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ঊষা ভ্যান্স আনুষ্ঠানিকভাবে সেকেন্ড লেডি হিসেবে তাঁর স্থান গ্রহণ করলেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত বাবা-মার সন্তান ঊষা চিলুকুরির জন্ম যুক্তরাষ্ট্রে, ১৯৮৬ সালের ৬ জানুয়ারি, ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়েগো শহরে। তার তেলুগু-ভাষী বাবা এবং মা ভারতের অন্ধ্র প্রদেশের চিলাকালুরিপেতা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

ঊষা চিলুকুরির বাবা ক্রিশ সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন শিক্ষক এবং তার মা লাক্সমি, একজন মেরিন মোলকিউলার বায়োলজিস্ট। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর সিক্সথ কলেজের প্রভোস্ট।

দ্য সান ডিয়েগো টাইমস এর এক প্রতিবেদন অনুযায়ী, চিলুকুরি ২০০৭ সালে ইয়েল ইউনিভারসিটি থেকে ইতিহাসে ব্যাচেলর’স ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ব্রিটেনের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ কেমব্রিজ ইউনিভারসিটি থেকে আধুনিক যুগের শুরুর দিকের ইতিহাস নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন।এরপর চিলুকুরি নজর দেন আইন পেশায় ক্যারিয়ার গড়ে তোলার দিকে। তিনি ফিরে যান ইয়েল বিশ্ববিদ্যালয়ে, যার ল’ স্কুল থেকে তিনি ২০১৩ সালে ডক্টর অফ ল’ ডিগ্রি সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এবিসি’র এক রিপোর্ট অনুযায়ী, একই সময় তিনি চীনের গুয়াংজুর সান ইয়াত সেন বিশ্ববিদ্যালয়ে ইয়েল-চীন টিচিং ফেলও হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাস পড়ান।

ইয়েল ল’ স্কুলে পড়াশোনার সময়ই ঊষা চিলুকুরির পরিচয় হয় জে ডি ভ্যান্সের সাথে। পরের বছর, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে।

টেলিভিশন চ্যানেল সিএনএন-এর এক রিপোর্ট অনুযায়ী, জে ডি ভ্যান্স ২০১৯ সালে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তবে ঊষা ভ্যান্স তার পারিবার ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’।