ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা বিদেশে মামলা: মুহিত

বাঙালী কণ্ঠ নিউজঃ  শনিবার দুপুরে সিলেটের একটি হোটেলে সিটি কর্পোরেশন আয়োজিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার পাঠানো হয় ফিলিপিন্সের রিজল ব্যাংকে। এর মধ্যে দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে ফিলিপাইন। তবে বাকি টাকা উদ্ধার এখন পর্যন্ত অনিশ্চিত।

এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন নেতৃত্বে একটি কমিটি করে সরকার। এক বছর আগে এই কমিটির প্রতিবেদন জমা পড়ে সরকারের কাছে। কিন্তু একাধিকবার তারিখ দিয়েও প্রতিবেদন প্রকাশ করেননি অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমরা প্রকাশ করতে পারছি না। ইতোমধ্যে রিজাল ব্যাংক বলেছে, তারা টাকা দেবে না। এ অবস্থায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে একটু অসুবিধা হবে।’

পানামা পেপার্স কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম রয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অনেকের নাম এসেছে। তবে আমাদের এখানে আমি যেটা শুনেছি এটা এত অথেনটিক না।কিন্তু বিষয়টি নিয়ে দুদক তদন্ত করছে।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা বিদেশে মামলা: মুহিত

আপডেট টাইম : ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  শনিবার দুপুরে সিলেটের একটি হোটেলে সিটি কর্পোরেশন আয়োজিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার পাঠানো হয় ফিলিপিন্সের রিজল ব্যাংকে। এর মধ্যে দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে ফিলিপাইন। তবে বাকি টাকা উদ্ধার এখন পর্যন্ত অনিশ্চিত।

এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন নেতৃত্বে একটি কমিটি করে সরকার। এক বছর আগে এই কমিটির প্রতিবেদন জমা পড়ে সরকারের কাছে। কিন্তু একাধিকবার তারিখ দিয়েও প্রতিবেদন প্রকাশ করেননি অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমরা প্রকাশ করতে পারছি না। ইতোমধ্যে রিজাল ব্যাংক বলেছে, তারা টাকা দেবে না। এ অবস্থায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে একটু অসুবিধা হবে।’

পানামা পেপার্স কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম রয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অনেকের নাম এসেছে। তবে আমাদের এখানে আমি যেটা শুনেছি এটা এত অথেনটিক না।কিন্তু বিষয়টি নিয়ে দুদক তদন্ত করছে।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।