ঢাকা , রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কিউট ছেলেটির নায়িকা হয়ে ওঠার গল্প

বাঙালী কণ্ঠ নিউজঃ  আহসাস চন্না। বলিউডে পা রেখেছে সেই ছোট বেলায়। সবাই তাঁকে ছেলে বলেই চেনে। কারণ, একের পর এক ছেলের চরিত্রে দর্শকমন বার বার জয় করেছেন আজকের অষ্টাদশী। মনে পড়ছে ২০০৬ সালের সেই হিট ছবির কথা? কভি আলবিদা না কহে না ছবিতে শাহরুখ খানের ছেলের চরিত্রে অভিনয় করেছিল যে ছেলেটি সে-ই এখন অষ্টাদশী এক কন্যা। ৫ অগস্ট জন্মদিন ছিল আহসাসের। ফেসবুকে ছবি পোস্ট করে নিজেই লিখেছেন, এইট্টিন অ্যান্ড অসাম।

পাঁচ বছর বয়সে ছোট ছেলের চরিত্রেই রুপোলি জগতে পা রাখেন চন্না। শুরুর ছবিটা ছিল বাস্তু শাস্ত্র। এর পরে কভি আলবিদা না কহনা, আরিয়ান, মাই ফ্রেন্ড গণেশা সবেতেই ছেলে সেজেছে মিষ্টি মেয়েটা। প্রথমবার সিনেমাতেও মেয়ে হওয়ার সুযোগ মেলে ২০০৯ সালে। রামগোপাল ভার্মা তাঁর একের পর এক ছবিতে ছেলে সাজিয়ে শেষে ভৌতিক ছবি  ফুঁক-এ মেয়ে চরিত্র দেন আহসাস চন্নাকে।

ছেলেবেলায় অভিনয় করে অনেকেই রুপোলি জগৎকে বিদায় জানিয়েছেন। কিন্তু আহসাস তা করতে চান না। বলিউডে ইতিমধ্যেই খবর, নায়িকা হয়ে ফিরছেন একদা পর্দার সেই মিষ্টি ছেলেটা। ইতিমধ্যেই স্ক্রিপ্ট হাতে পেয়েছেন বলে খবর। ২০০৪ সাল থেকে এখনও পর্যন্ত হিন্দি, তামিল, তেলুগু মিলিয়ে ১১টি ছবিতে অভিনয় করে ফেলেছেন আহসাস। টেলিভিশনেও অনেক কাজ করেছেন। এ বার অপেক্ষা বলিউডের নায়িকা হওয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

কিউট ছেলেটির নায়িকা হয়ে ওঠার গল্প

আপডেট টাইম : ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
বাঙালী কণ্ঠ নিউজঃ  আহসাস চন্না। বলিউডে পা রেখেছে সেই ছোট বেলায়। সবাই তাঁকে ছেলে বলেই চেনে। কারণ, একের পর এক ছেলের চরিত্রে দর্শকমন বার বার জয় করেছেন আজকের অষ্টাদশী। মনে পড়ছে ২০০৬ সালের সেই হিট ছবির কথা? কভি আলবিদা না কহে না ছবিতে শাহরুখ খানের ছেলের চরিত্রে অভিনয় করেছিল যে ছেলেটি সে-ই এখন অষ্টাদশী এক কন্যা। ৫ অগস্ট জন্মদিন ছিল আহসাসের। ফেসবুকে ছবি পোস্ট করে নিজেই লিখেছেন, এইট্টিন অ্যান্ড অসাম।

পাঁচ বছর বয়সে ছোট ছেলের চরিত্রেই রুপোলি জগতে পা রাখেন চন্না। শুরুর ছবিটা ছিল বাস্তু শাস্ত্র। এর পরে কভি আলবিদা না কহনা, আরিয়ান, মাই ফ্রেন্ড গণেশা সবেতেই ছেলে সেজেছে মিষ্টি মেয়েটা। প্রথমবার সিনেমাতেও মেয়ে হওয়ার সুযোগ মেলে ২০০৯ সালে। রামগোপাল ভার্মা তাঁর একের পর এক ছবিতে ছেলে সাজিয়ে শেষে ভৌতিক ছবি  ফুঁক-এ মেয়ে চরিত্র দেন আহসাস চন্নাকে।

ছেলেবেলায় অভিনয় করে অনেকেই রুপোলি জগৎকে বিদায় জানিয়েছেন। কিন্তু আহসাস তা করতে চান না। বলিউডে ইতিমধ্যেই খবর, নায়িকা হয়ে ফিরছেন একদা পর্দার সেই মিষ্টি ছেলেটা। ইতিমধ্যেই স্ক্রিপ্ট হাতে পেয়েছেন বলে খবর। ২০০৪ সাল থেকে এখনও পর্যন্ত হিন্দি, তামিল, তেলুগু মিলিয়ে ১১টি ছবিতে অভিনয় করে ফেলেছেন আহসাস। টেলিভিশনেও অনেক কাজ করেছেন। এ বার অপেক্ষা বলিউডের নায়িকা হওয়ার।