ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩৮তম বিসিএসে ফের ৫৪ প্রার্থীকে পুনরায় আবেদনের অনুমতি

বাঙালী কণ্ঠ নিউজঃ ৩৮তম বিসিএসের জন্য অনলাইনে আবেদনের ফরম পূরণের সময় ভুল করায় নতুন করে আবেদনের অনুমতি পেয়েছেন আরো ৫৪ জন প্রার্থী।

মঙ্গলবার বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় (বিপিএসসি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে পূরণকৃত ৩৮তম বিসিএসের আবেদন সংশোধন করে পুনরায় আবেদন করার পরিপ্রেক্ষিতে ৫৪ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর বাতিল করতে হবে। এরপর আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আবেদনের অনুমতি দেওয়া হলো।

পুনরায় আবেদনের অনুমতি পাওয়া ৫৪ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো- ০২৪৩২৮, ০৩৩৪৯৮, ০৯১৮৬৯,০২৬৪৩৫, ০২৭৪১৮, ২১০৫৩৭, ০৬৬৪৪৯, ০৪৩১৪৩, ০৮৮৩৮৯, ০০১৪৯৭, ৩০৪৪৫৪, ২১০৪০৬,০৯৯৭২৮, ০২৮৪১৫, ০৮৪৬৯৭,১০৬৮৭২,০১৩০৯৫,০৮৪৫৮৮, ৮০৫৮৭৬, ৮০৫১৩২, ৬০৫১৯৪, ০১০৪৪৮, ০৪১৬৮৮, ০৯৩১৮৮, ০১৭৮৪০, ০৩২৫৫৬, ০৯৪৭৫৮, ০২২৪৭৮, ০৩৩৯৫৭, ০৯০৫১৬, ০৪৩৭১৫, ০৪৫০১৩, ০৫০০৬৪, ০৪৭৫৭৪, ০৬৭৬৭৩, ২০০৮৯৮, ০৫২০৪৫, ২১৫৮০৭, ০৩৮২৫২, ০৮৫৬০৫, ০৩০৫০৩, ০৭৭০৭১, ০৭৯০৫৭, ০১৬২৯২, ০১৬৩৫০, ০১৪০৮৩, ১০০০৩৬, ০৮৮৯৩৪, ০৫৪৫৪৯, ০১৬৮৭৬।

এর আগে অনলাইনে আবেদন পূরণের সময় ভুল করায় গত ৩ আগস্ট ১৪ জন প্রার্থীকে নতুন করে আবেদনের অনুমতি দেয় কমিশন। ফলে দু’দফায় মোট ৬৮ প্রার্থীকে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হলো।

প্রথম দফায় পুনরায় আবেদনের অনুমতি পাওয়া ১৪ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার হলো- ০০৫৯৯৫, ০০৫৭৯৭, ০০৯৭৯৮, ০০৭০৮৪, ০০৭২৭৮, ০০৮৮৮৭, ০০৯৭৭৫, ০১০৮১৪, ০১০৭৪৫, ০১২০৭৫, ০১৫৭৯৫, ০২১৯৬৯, ০৩৩৯৯৪ এবং ৮০২০৬৫।

প্রসঙ্গত, গত ২০ জুন সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫ টিসহ মোট ২৪ ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ১০ জুলাই শুরু হয়েছে। এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

৩৮তম বিসিএসে ফের ৫৪ প্রার্থীকে পুনরায় আবেদনের অনুমতি

আপডেট টাইম : ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ৩৮তম বিসিএসের জন্য অনলাইনে আবেদনের ফরম পূরণের সময় ভুল করায় নতুন করে আবেদনের অনুমতি পেয়েছেন আরো ৫৪ জন প্রার্থী।

মঙ্গলবার বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় (বিপিএসসি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে পূরণকৃত ৩৮তম বিসিএসের আবেদন সংশোধন করে পুনরায় আবেদন করার পরিপ্রেক্ষিতে ৫৪ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর বাতিল করতে হবে। এরপর আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আবেদনের অনুমতি দেওয়া হলো।

পুনরায় আবেদনের অনুমতি পাওয়া ৫৪ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো- ০২৪৩২৮, ০৩৩৪৯৮, ০৯১৮৬৯,০২৬৪৩৫, ০২৭৪১৮, ২১০৫৩৭, ০৬৬৪৪৯, ০৪৩১৪৩, ০৮৮৩৮৯, ০০১৪৯৭, ৩০৪৪৫৪, ২১০৪০৬,০৯৯৭২৮, ০২৮৪১৫, ০৮৪৬৯৭,১০৬৮৭২,০১৩০৯৫,০৮৪৫৮৮, ৮০৫৮৭৬, ৮০৫১৩২, ৬০৫১৯৪, ০১০৪৪৮, ০৪১৬৮৮, ০৯৩১৮৮, ০১৭৮৪০, ০৩২৫৫৬, ০৯৪৭৫৮, ০২২৪৭৮, ০৩৩৯৫৭, ০৯০৫১৬, ০৪৩৭১৫, ০৪৫০১৩, ০৫০০৬৪, ০৪৭৫৭৪, ০৬৭৬৭৩, ২০০৮৯৮, ০৫২০৪৫, ২১৫৮০৭, ০৩৮২৫২, ০৮৫৬০৫, ০৩০৫০৩, ০৭৭০৭১, ০৭৯০৫৭, ০১৬২৯২, ০১৬৩৫০, ০১৪০৮৩, ১০০০৩৬, ০৮৮৯৩৪, ০৫৪৫৪৯, ০১৬৮৭৬।

এর আগে অনলাইনে আবেদন পূরণের সময় ভুল করায় গত ৩ আগস্ট ১৪ জন প্রার্থীকে নতুন করে আবেদনের অনুমতি দেয় কমিশন। ফলে দু’দফায় মোট ৬৮ প্রার্থীকে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হলো।

প্রথম দফায় পুনরায় আবেদনের অনুমতি পাওয়া ১৪ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার হলো- ০০৫৯৯৫, ০০৫৭৯৭, ০০৯৭৯৮, ০০৭০৮৪, ০০৭২৭৮, ০০৮৮৮৭, ০০৯৭৭৫, ০১০৮১৪, ০১০৭৪৫, ০১২০৭৫, ০১৫৭৯৫, ০২১৯৬৯, ০৩৩৯৯৪ এবং ৮০২০৬৫।

প্রসঙ্গত, গত ২০ জুন সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫ টিসহ মোট ২৪ ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ১০ জুলাই শুরু হয়েছে। এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।