বাঙালী কণ্ঠ নিউজঃ সন্ত্রাসীদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারীকে দেখতে হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাপসাতালে গিয়ে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন আইজিপি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাহুল পাটোয়ারী এখন ভালো আছেন। তার অবস্থা উন্নতির দিকে।
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকার গেন্ডারিয়া নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গোলাগুলি হয়। এতে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারী, তার সোর্স মৃদুল ও পথচারী সেলিম আহত হন। সেলিম পেশায় গাড়ি চালক বলে জানা গেছে। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।