ঢাকা , বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের আগেই আগস্টের বেতন, সঙ্গে ঈদ বোনাসও

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নন-গেজেটেড কর্মীদের চলতি মাসের বেতন আগামী ২৯ আগস্ট তারিখে দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ঈদ বোনাস তো পাবেনই।

একই দিনে সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসারসহ অন্যান্য কর্মীদের বেতন দিতে বলা হয়েছে। এ ছাড়া দেশের সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর অবসর ভাতাও একই দিন দেওয়া হবে।

গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক চিঠিতে হিসাব মহানিয়ন্ত্রক ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নন-ক্যাডার পদে কর্মরত নন-গেজেটেড চাকরিজীবীরা উৎসব ভাতার সঙ্গে আগস্ট মাসের বেতন পাবেন ২৯ আগস্টের মধ্যেই।

তবে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তারা আগস্টের বেতন যথারীতি সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ঈদের পরে পাবেন। সামরিক বাহিনীতে কর্মরত নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীরাও আগস্টের বেতন ২৯ আগস্টের মধ্যে পাবেন। তবে কমিশন্ড অফিসাররা আগস্টের বেতন যথারীতি সেপ্টেম্বর মাসে পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদ্যাপিত হবে। ঈদের আগের সপ্তাহেই উৎসব ভাতা পাবেন চাকরিজীবীরা। এর পরও কোরবানির পশু কেনাসহ পরিবারের সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপনে যাতে কোনো ছেদ না পড়ে সে জন্যই চলতি মাসের বেতন মাস ফুরনোর আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ঈদের আগেই আগস্টের বেতন, সঙ্গে ঈদ বোনাসও

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নন-গেজেটেড কর্মীদের চলতি মাসের বেতন আগামী ২৯ আগস্ট তারিখে দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ঈদ বোনাস তো পাবেনই।

একই দিনে সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসারসহ অন্যান্য কর্মীদের বেতন দিতে বলা হয়েছে। এ ছাড়া দেশের সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর অবসর ভাতাও একই দিন দেওয়া হবে।

গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক চিঠিতে হিসাব মহানিয়ন্ত্রক ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নন-ক্যাডার পদে কর্মরত নন-গেজেটেড চাকরিজীবীরা উৎসব ভাতার সঙ্গে আগস্ট মাসের বেতন পাবেন ২৯ আগস্টের মধ্যেই।

তবে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তারা আগস্টের বেতন যথারীতি সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ঈদের পরে পাবেন। সামরিক বাহিনীতে কর্মরত নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীরাও আগস্টের বেতন ২৯ আগস্টের মধ্যে পাবেন। তবে কমিশন্ড অফিসাররা আগস্টের বেতন যথারীতি সেপ্টেম্বর মাসে পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদ্যাপিত হবে। ঈদের আগের সপ্তাহেই উৎসব ভাতা পাবেন চাকরিজীবীরা। এর পরও কোরবানির পশু কেনাসহ পরিবারের সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপনে যাতে কোনো ছেদ না পড়ে সে জন্যই চলতি মাসের বেতন মাস ফুরনোর আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।