ঢাকা , বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যে পথে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলেই এর আঘাতের সম্ভাবনা বেশি। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বৃষ্টি হতে পারে।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি যতক্ষণ সাগরে থাকবে ততক্ষণ এর দিক পরিবর্তনের সম্ভাবনাও থেকে যাবে। এটি বর্তমানে যেদিকে এগোচ্ছে তা থেকে যদি ডানে সরে যায় সে ক্ষেত্রে বাংলাদেশের উপকূলেও আঘাত করতে পারে। ফলে বাংলাদেশে আঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এই সম্ভাবনা অনেকটাই কম বলছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বুধবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়টির গতিপথ এখন পর্যন্ত যেদিকে আছে তাতে বাংলাদেশের তেমন ঝুঁকি নেই। তবে এটি যদি দিক পরিবর্তন করে আরো ডানে সরে যায় তাহলে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।’

শাহানাজ সুলতানা বলেন, এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ খুলনা ও বরিশাল অঞ্চলে ভারি বৃষ্টি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

যে পথে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

আপডেট টাইম : এক ঘন্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলেই এর আঘাতের সম্ভাবনা বেশি। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বৃষ্টি হতে পারে।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি যতক্ষণ সাগরে থাকবে ততক্ষণ এর দিক পরিবর্তনের সম্ভাবনাও থেকে যাবে। এটি বর্তমানে যেদিকে এগোচ্ছে তা থেকে যদি ডানে সরে যায় সে ক্ষেত্রে বাংলাদেশের উপকূলেও আঘাত করতে পারে। ফলে বাংলাদেশে আঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এই সম্ভাবনা অনেকটাই কম বলছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বুধবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়টির গতিপথ এখন পর্যন্ত যেদিকে আছে তাতে বাংলাদেশের তেমন ঝুঁকি নেই। তবে এটি যদি দিক পরিবর্তন করে আরো ডানে সরে যায় তাহলে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।’

শাহানাজ সুলতানা বলেন, এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ খুলনা ও বরিশাল অঞ্চলে ভারি বৃষ্টি হবে।