ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-শিশিরের যুদ্ধ

সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসা রাজকন্যা সবে সাত মাসে পা দিয়েছে। এর মধ্যেই একটু একটু বোল ফুটতে শুরু করেছে তার মুখে। আর সেই আধো বোলেই সাকিব কন্যা আলায়না হাসান অউব্রে প্রথম ডাকল ‘মা’। আর এই ডাকের পরেই শুরু হলো সাকিব-শিশির যুদ্ধ!

প্রথম ‘মা’ ডাকের সেই আনন্দঘন মুহূর্তের বর্ণনা দিলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে শিশির দেয়া পোষ্ট লিখেছেন, ‘যখন সন্তান প্রথম মা ডাকে সেটি শ্রেষ্ঠ অনুভূতি হয়, এবং যখন সে তোমার সাথে বার বার সেটা ডাকতে থাকে।’

এই পোস্টের কমেন্টেই শুরু হয়ে যায়, সাকিব ও শিশিরের কথার যুদ্ধ। শিশিরের দেয়া এই পোস্টের কমেন্টে সাকিব লেখেন, ‘আমার মনে হয়, সে (অউব্রে) প্রথমে পাপা বা বাবা ডেকেছিল।’

সাকিবের এই বক্তব্য মানতে নারাজ শিশির। তার প্রতিউত্তর ছিল এরকম, ‘কখনোই না। সে (অউব্রে) প্রথমে মা ডেকেছে। তোমার হিংসা হচ্ছে।’

সূত্র : প্রিয়.কম

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাকিব-শিশিরের যুদ্ধ

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬

সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসা রাজকন্যা সবে সাত মাসে পা দিয়েছে। এর মধ্যেই একটু একটু বোল ফুটতে শুরু করেছে তার মুখে। আর সেই আধো বোলেই সাকিব কন্যা আলায়না হাসান অউব্রে প্রথম ডাকল ‘মা’। আর এই ডাকের পরেই শুরু হলো সাকিব-শিশির যুদ্ধ!

প্রথম ‘মা’ ডাকের সেই আনন্দঘন মুহূর্তের বর্ণনা দিলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে শিশির দেয়া পোষ্ট লিখেছেন, ‘যখন সন্তান প্রথম মা ডাকে সেটি শ্রেষ্ঠ অনুভূতি হয়, এবং যখন সে তোমার সাথে বার বার সেটা ডাকতে থাকে।’

এই পোস্টের কমেন্টেই শুরু হয়ে যায়, সাকিব ও শিশিরের কথার যুদ্ধ। শিশিরের দেয়া এই পোস্টের কমেন্টে সাকিব লেখেন, ‘আমার মনে হয়, সে (অউব্রে) প্রথমে পাপা বা বাবা ডেকেছিল।’

সাকিবের এই বক্তব্য মানতে নারাজ শিশির। তার প্রতিউত্তর ছিল এরকম, ‘কখনোই না। সে (অউব্রে) প্রথমে মা ডেকেছে। তোমার হিংসা হচ্ছে।’

সূত্র : প্রিয়.কম