পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৮০ জন নিহত হবার পর সেখানকার বিবাদমান গোষ্ঠীগুলো সাত দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সেখানকার কর্তৃপক্ষই এ আলোচনায় মধ্যস্থতা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে তিন দিনের এ সহিংসতায় আহত হয়েছে আরও অন্তত ১৫৬ জন। সহিংসতার প্রতিবাদে লাহোরসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল হয়েছে।
পাকিস্তানের এই অঞ্চলে শিয়া সংখ্যালঘু ও সুন্নি সংখ্যাগরিষ্ঠদের মধ্যে একাধিকবার সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে এই ধরনের সহিংসতায় আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার একদল সশস্ত্র ব্যক্তি বাগান এবং বাচা কোট শহরে দোকান, বাড়ি এবং সরকারি প্রতিষ্ঠানে আগুন দেয়ার পর নতুন করে সহিংসতা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, আলিজাই ও বাগান গোত্র কুর্রাম এলাকায় গোলাগুলি করছিল। তিনি বলেন, ‘উত্তেজনা ছড়িয়ে পড়ায় কুর্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দুই পক্ষই ভারী ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালাচ্ছে।’
তার আগের দিন বৃহস্পতিবার সহিংসতার সূচনা হয়েছিলো । শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০জন নিহত হবার পর শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা।