সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ এক ইসরায়েলি ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।এই ঘটনাকে ঘৃণ্য ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল থেকে জাভি কোগান নামে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তিনি ইহুদি ধর্মগুরু, যাকে র্যাবাই বলে অভিহিত করা হয়। তিনি মলদোভার নাগরিক এবং অনেক দেশের সম্প্রদায়, উপাসনালয় এবং হাসিডিক ইহুদিদের ধর্মীয় আন্দোলন চাবাদের প্রতিনিধি।
চাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, তাকে দুবাই থেকে অপহরণ করা হয়েছিল। আজ রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কোগানের মরদেহ শনাক্ত করেছে।
কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সব ধরনের চেষ্টা করবে ইসরায়েল। এ ছাড়া আমিরাতে সফরে সতর্কতাও জারি করেছে তারা।