ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি ব্যবসায়ী কাছ থেকে কেনা কলা বিক্রি হলো ৭৪ কোটি টাকায়

সাধারণ একটি কলা, টেপ দিয়ে পেঁচিয়ে তৈরি হলো বিশেষ এক শিল্পকর্ম। আর সেই শিল্পকর্ম বিক্রি হলো ৬২ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৭৪ কোটি টাকা।নিউইয়র্কে একটি নিলামে ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানের সেই কলার শিল্পকর্মটি নিয়েই এখন বিশ্বজুড়ে আলোচনা। স্থানীয় সময় বুধবার এ নিলাম অনুষ্ঠিত হয়। আর এই শিল্পকর্মের কলা কেনা হয় নিউইয়র্কের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে। নিলাম হাউস সদবির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, গত বুধবার নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে এই কলা কেনা হয়।

‘কমেডিয়ান’ শিরোনামে কাতেলানের শিল্পকর্মটিতে যে পাকা কলাটি দেখা যায়, সেটি সত্যিকারের কলা। নিলাম করার আগে সদবি থেকে এটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সে সময় সদবি কর্তৃপক্ষ জানায়, কাতেলানের এই শিল্পকর্মটি ১২ কোটির (১০ লাখ ডলার) বেশি টাকায় বিক্রি হবে বলে তারা আশা করছে। তবে তাদের সেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে শিল্পকর্মটি বিক্রি হয়। একজন ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা সেটি কিনে নিয়েছে বলে জানা যায়।

এর আগে ২০১৯ সালে মিয়ামি বিচ ফেয়ারে আর্ট ব্যাসেলে একটি প্রদর্শনীতে প্রথম ‘কমেডিয়ান’-এর প্রদর্শনী হয়। সেবার প্রদর্শনী চলাকালে অন্য একজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন। এই ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। পরে ফাঁকা জায়গায় অবশ্য আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়। সেবার এই শিল্পকর্মটির তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা।

কিন্তু এবারের রেকর্ড অনেক বেশি। চীনে জন্ম নেওয়া ক্রিপ্টো প্রতিষ্ঠাতা জাস্টিন সানের বরাত দিয়ে সদবি এক বিবৃতিতে বলেছে, ‘এটি শুধু একটি শিল্পকর্ম নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনার প্রতিনিধিত্ব করছে।’ নিলামে সাতজন সম্ভাব্য ক্রেতা শিল্পকর্মটি কেনার লড়াইয়ে ছিলেন। এটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১০ থেকে ১৫ লাখ মার্কিন ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশি ব্যবসায়ী কাছ থেকে কেনা কলা বিক্রি হলো ৭৪ কোটি টাকায়

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে

সাধারণ একটি কলা, টেপ দিয়ে পেঁচিয়ে তৈরি হলো বিশেষ এক শিল্পকর্ম। আর সেই শিল্পকর্ম বিক্রি হলো ৬২ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৭৪ কোটি টাকা।নিউইয়র্কে একটি নিলামে ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানের সেই কলার শিল্পকর্মটি নিয়েই এখন বিশ্বজুড়ে আলোচনা। স্থানীয় সময় বুধবার এ নিলাম অনুষ্ঠিত হয়। আর এই শিল্পকর্মের কলা কেনা হয় নিউইয়র্কের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে। নিলাম হাউস সদবির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, গত বুধবার নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে এই কলা কেনা হয়।

‘কমেডিয়ান’ শিরোনামে কাতেলানের শিল্পকর্মটিতে যে পাকা কলাটি দেখা যায়, সেটি সত্যিকারের কলা। নিলাম করার আগে সদবি থেকে এটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সে সময় সদবি কর্তৃপক্ষ জানায়, কাতেলানের এই শিল্পকর্মটি ১২ কোটির (১০ লাখ ডলার) বেশি টাকায় বিক্রি হবে বলে তারা আশা করছে। তবে তাদের সেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে শিল্পকর্মটি বিক্রি হয়। একজন ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা সেটি কিনে নিয়েছে বলে জানা যায়।

এর আগে ২০১৯ সালে মিয়ামি বিচ ফেয়ারে আর্ট ব্যাসেলে একটি প্রদর্শনীতে প্রথম ‘কমেডিয়ান’-এর প্রদর্শনী হয়। সেবার প্রদর্শনী চলাকালে অন্য একজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন। এই ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। পরে ফাঁকা জায়গায় অবশ্য আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়। সেবার এই শিল্পকর্মটির তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা।

কিন্তু এবারের রেকর্ড অনেক বেশি। চীনে জন্ম নেওয়া ক্রিপ্টো প্রতিষ্ঠাতা জাস্টিন সানের বরাত দিয়ে সদবি এক বিবৃতিতে বলেছে, ‘এটি শুধু একটি শিল্পকর্ম নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনার প্রতিনিধিত্ব করছে।’ নিলামে সাতজন সম্ভাব্য ক্রেতা শিল্পকর্মটি কেনার লড়াইয়ে ছিলেন। এটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১০ থেকে ১৫ লাখ মার্কিন ডলার।