আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও ১৪ দলীয় জোটের চলমান কর্মসূচিতে অংশগ্রহণ করবে ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি।
১৩ জুন সোমবার বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
১৪ দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, যোগ দিচ্ছি না। তবে ১৪ দলের চলমান সন্ত্রাস-হত্যাবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করব।
এর
আগে সোমবার বিকেল তিনটা ৪০ মিনিটের দিকে নাজমুল হুদা ধানমণ্ডি কার্যালয়ে যান। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল তাকে স্বাগত জানান।
নাজমুল হুদার ব্যক্তিগত সহকারী তারেক বলেন, প্রধানমন্ত্রীর ডাক পেয়ে তিনি আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন।
বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা কয়েকটি রাজনৈতিক দলের জন্ম দিয়ে তৃণমূল বিএনপি নিয়ে ১৪ দলীয় জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেন।
পরে তিনি সরকারের পক্ষে বিভিন্ন সময় বক্তব্যও দেন। আজ আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও পরে হয়তো সম্ভাবনা রয়েছে। তবে অআনুষ্ঠানিকভাবে তার দল ১৪ দলের কর্মসূচিতে যোগ দেবে।
এদিকে বিএনপির সাবেক প্রবীণ নেতা ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার আওয়ামী লীগ কার্যালয়ে আগমনে নানা গুঞ্জন শুরু হয়।
এসময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের বৈঠক চলছিল।