ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের মেয়েদের হার

বাঙালী কণ্ঠ নিউজঃ উত্তর কোরিয়া এবং জাপান ছিল শক্তিশালী প্রতিপক্ষ। তাই ভালো খেলাই লক্ষ্য ছিল বাংলাদেশের মেয়েদের। তবে তৃতীয় তথা শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় কিছুটা আশা জেগেছিল। আত্মবিশ্বাসী ছিল মেয়েরাও। কিন্তু একজন কম নিয়ে দারুণ লড়াইয়ের পর ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করল কৃষ্ণা বাহিনী।

রোববার থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

নিজেদের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। ৮ম মিনিটেই হিউজের গোলে এগিয়ে যায় অজিরা। ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক কৃষ্ণা রানী সরকার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অধিনায়ককে হারিয়ে ১০ জন নিয়েই তুমুল লড়াই করতে থাকে মেয়েরা। ৪৫তম মিনিটে আসে সাফল্য।

ডি-বক্সের মধ্যে স্বপ্নাকে ফাউল করায় স্পটকিকের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার। ম্যাচ সমতায় আসায় দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্বক হয়ে ওঠে মেয়েরা। ৫১তম মিনিটে চমৎকার টিমওয়ার্কে এগিয়ে যায় বাঘিনীরা। সতীর্থের পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান স্বপ্না। ৩ মিনিট পর স্বপ্নার কাট ব্যাক থেকে পাওয়া সুযোগ মৌসুমী কাজে লাগাতে না পারায় ব্যবধান বাড়েনি।

কিন্তু ফুটবল বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন কৃষ্ণাদের জন্য। সমতায় ফিরতে শেষ দিকে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দুটি কর্নার কাজে লাগিয়ে জয় তুলে নেয় দলটি।

৭৮তম মিনিটে কর্নার থেকে গোল করেন কার্লি রোয়েস্টবাকেন। ৮৩তম মিনিটে সোফিয়ার শট ফিস্ট করে ফেরান মাহমুদা। আবারও সেই কর্নার থেকেই সোফিয়া জয়সূচক গোলটি করেন। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের মেয়েদের হার

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ উত্তর কোরিয়া এবং জাপান ছিল শক্তিশালী প্রতিপক্ষ। তাই ভালো খেলাই লক্ষ্য ছিল বাংলাদেশের মেয়েদের। তবে তৃতীয় তথা শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় কিছুটা আশা জেগেছিল। আত্মবিশ্বাসী ছিল মেয়েরাও। কিন্তু একজন কম নিয়ে দারুণ লড়াইয়ের পর ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করল কৃষ্ণা বাহিনী।

রোববার থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

নিজেদের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। ৮ম মিনিটেই হিউজের গোলে এগিয়ে যায় অজিরা। ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক কৃষ্ণা রানী সরকার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অধিনায়ককে হারিয়ে ১০ জন নিয়েই তুমুল লড়াই করতে থাকে মেয়েরা। ৪৫তম মিনিটে আসে সাফল্য।

ডি-বক্সের মধ্যে স্বপ্নাকে ফাউল করায় স্পটকিকের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার। ম্যাচ সমতায় আসায় দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্বক হয়ে ওঠে মেয়েরা। ৫১তম মিনিটে চমৎকার টিমওয়ার্কে এগিয়ে যায় বাঘিনীরা। সতীর্থের পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান স্বপ্না। ৩ মিনিট পর স্বপ্নার কাট ব্যাক থেকে পাওয়া সুযোগ মৌসুমী কাজে লাগাতে না পারায় ব্যবধান বাড়েনি।

কিন্তু ফুটবল বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন কৃষ্ণাদের জন্য। সমতায় ফিরতে শেষ দিকে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দুটি কর্নার কাজে লাগিয়ে জয় তুলে নেয় দলটি।

৭৮তম মিনিটে কর্নার থেকে গোল করেন কার্লি রোয়েস্টবাকেন। ৮৩তম মিনিটে সোফিয়ার শট ফিস্ট করে ফেরান মাহমুদা। আবারও সেই কর্নার থেকেই সোফিয়া জয়সূচক গোলটি করেন। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।