বাঙালী কণ্ঠ নিউজঃ ১। ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে আসেন?
ক) কলকাতা খ) কালিকট গ) মংলা ঘ) মুম্বাই
২। গভর্নর উইলিয়াম হেজেজ ১৬৮৬ সালে স্বদেশ থেকে সৈন্য আনেন—
ক) যুদ্ধের জন্য খ) নিরাপত্তা লাভের জন্য গ) ব্যবসা করার জন্য ঘ) সম্পদ পাচারের জন্য
৩। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করায় সহায়ক হয়েছিল—
i. নবাবের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র
ii. নবাবের অনভিজ্ঞতা
iii. ইংরেজদের চাতুরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন কে?
ক) টিক্কা খান খ) জুলফিকার আলী ভুট্টো গ) ইয়াহিয়া খান ঘ) খাদিম হোসেন রাজা
৫। মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) তাজউদ্দীন আহমেদ খ) এম মনসুর আলী
গ) সৈয়দ নজরুল ইসলাম ঘ) এ এইচ এম কামরুজ্জামান
৬। ৭ই মার্চের ভাষণের পর পূর্ব বাংলার জনগণ—
i. দেশ ত্যাগ করে
ii. অসহযোগ আন্দোলনে অংশ নেয়
iii. মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা দুটি পরস্পর কিরূপ?
ক) সমার্থক খ) বিপরীতার্থক গ) সাংঘর্ষিক ঘ) সমান্তরাল
৮। সৃষ্টিশীল সব কাজকে কী বলে?
ক) রূপান্তর খ) সংস্কৃতি গ) অগ্রগতি ঘ) পরিবর্তন
৯। সরদারবাড়িতে কী স্থাপন করা হয়েছে?
ক) নাট্যশালা খ) প্রত্নশালা গ) লোকশিল্প ঘ) সংগ্রহশালা
১০। কোনটিকে উত্তরা গণভবন বলা হয়?
ক) পানামনগর খ) মুক্তাগাছার জমিদার প্রাসাদ
গ) ময়মনসিংহের শশীলজ ঘ) নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ
১১।
ঢাকা শহরের স্থাপত্য নিদর্শন হচ্ছে—
i. পানামনগর
ii. বাহাদুর শাহ পার্ক
iii. উত্তরা গণভবন
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি কিভাবে নিজের উন্নয়ন ঘটায়?
ক) সমাজের নিয়ম-নীতির অনুশীলন দ্বারা খ) ধর্মচর্চার দ্বারা
গ) সংগীতচর্চার দ্বারা ঘ) রাজনীতি চর্চার দ্বারা
১৩। অঙ্গীভূতকরণের প্রক্রিয়া ও প্রবণতার পরিধি—
i. একই থাকে
ii. প্রসারিত হতে থাকে
iii. মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। ভাষার মাধ্যমে অর্জন করা হয়—
i. নিজের দেশ সম্পর্কে জ্ঞান
ii. নিজের সমাজ সম্পর্কে জ্ঞান
iii. বহির্জগৎ সম্পর্কে জ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। বর্তমান বিশ্ব কী নির্ভর?
ক) মোবাইল খ) শিক্ষা গ) শিল্প ঘ) প্রযুক্তি
১৬। জিএনপি বলতে কী বুঝায়?
ক) মোট প্রবৃদ্ধি খ) মোট জাতীয় আয় গ) মাথাপিছু আয় ঘ) মোট জাতীয় উৎপাদন
১৭। মানবসম্পদ উন্নয়নে আমাদের করণীয় হলো—
i. শিক্ষার উন্নয়ন
ii. যুব উন্নয়ন
iii. শ্রম ও কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। রাষ্ট্রপতি শাসিত সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১৯। বাংলাদেশের সরকার ব্যবস্থায় রাষ্ট্রের মালিক কে?
ক) সরকার খ) রাষ্ট্রপতি গ) জনগণ ঘ) প্রধানমন্ত্রী
২০। বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. সংসদীয় সরকার ব্যবস্থা
ii. নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান
iii. শাসন বিভাগের প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ার কারণ কী?
ক) সামাজিক বিশৃঙ্খলা খ) রাজনৈতিক অস্থিরতা
গ) ভৌগোলিক অবস্থান ঘ) মানুষের অসাবধানতা
২২। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশ—
i. ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে
ii. উপকূলীয় এলাকার কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে
iii. মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। অদক্ষ জনগোষ্ঠী বলতে কোনটি বুঝায়?
ক) অশিক্ষিত জনগোষ্ঠী খ) অর্ধশিক্ষিত জনগোষ্ঠী
গ) কর্মহীন জনগোষ্ঠী ঘ) প্রশিক্ষণবিহীন জনগোষ্ঠী
২৪। জনসংখ্যানীতির লক্ষ্য হলো—
i. নাগরিকদের জীবনমানের উন্নতি নিশ্চিত করা
ii. দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা নিশ্চিত করা
iii. আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। বস্তির শিশু-কিশোররা কেন কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ে?
ক) শিক্ষার অভাব খ) অল্প বয়সে অর্থ উপার্জনে জড়িত হওয়া
গ) সুস্থ পরিবেশের অভাব ঘ) পারিবারিক প্রয়োজনে
২৬। বস্তির দরিদ্র শিশু-কিশোররা তাদের উপার্জিত টাকা দিয়ে—
i. শিক্ষামূলক ছবি দেখে
ii. জুয়া খেলে
iii. মদ-গাঁজা খায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। কিশোর অপরাধীরা অনেক সময় যুক্ত থাকে—
i. নারী পাচারে
ii. ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ে
iii. দলবেঁধে ডাকাতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। কোনটি নিয়ে মৌজা গঠিত হয়?
ক) পাড়া খ) গ্রাম পঞ্চায়েত গ) সার্কেল ঘ) মারমাঞ্চল
২৯। চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম কী?
ক) বৈশাখী উৎসব খ) মাঘী পূর্ণিমা গ) বড়দিনের উৎসব ঘ) বিজু
৩০। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রয়েছে—
i. মৎস্য সম্পদ
ii. খনিজ সম্পদ
iii. বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর
১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. খ।